নন-লাইফ বীমায় রাজস্ব ফাঁকি রোধে এনবিআর’র সহযোগিতা চায় আইডিআরএ
নিজস্ব প্রতিবেদক: নন-লাইফ বীমাখাতে রাজস্ব ফাঁকি রোধ করতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)’র সহযোগিতা চেয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । এ বিষয়ে এক চিঠিতে নির্দেশনা জারির অনুরোধ জানিয়েছে বীমাখাতের এ নিয়ন্ত্রক সংস্থা। গত ১ আগস্ট আইডিআরএ’র চেয়ারম্যান মো. শফিকুর রহমান পাটোয়ারী স্বাক্ষরিত এক চিঠিতে এ অনুরোধ জানানো হয়।
ওই চিঠিতে বলা হয়েছে, সিএ্যান্ডএফ এজেন্টরা পলিসি ইস্যুর আগেই কভার নোট দিয়ে পন্য খালাস করছে। এতে সরকার বিপুল অংকের রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। একই সাথে নন-লাইফ বীমা কোম্পানিগুলো প্রিমিয়াম কম প্রদর্শন করে ভ্যাট ফাঁকি দিচ্ছে। এ অবস্থায় পলিসি ইস্যুর পর পন্য খালাসের নির্দেশ প্রদানের জন্য এনবিআরএ’র কাছে অনুরোধ জানিয়েছে আইডিআরএ।
জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূইয়াকে লেখা ওই চিঠিতে আরো বলা হয়, নন-লাইফ বীমাখাতে পলিসিতে স্ট্যাম্প শুল্ক প্রদানের আইন থাকলেও তা যথাযথভাবে পালন করা হচ্ছে না। এতে সরকার বিপুল অংকের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। এর পাশাপাশি বীমা কোম্পানিগুলো প্রিমিয়াম কম দেখিয়ে সরকারের মূল্য সংযোজন কর ফাঁকি দিচ্ছে।
এ দু’টি বিষয়ের উপর গুরুত্ব দিয়ে প্রিমিয়াম কম দেখিয়ে রাজস্ব ফাঁকি দেয়া রোধ করে সরকারের রাজস্ব আদায় নিশ্চিত করতে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ৬৫ নং সার্কুলার জারি করেছে। এক্ষেত্রে আইডিআরএ’র জারি করা ৬৫ নং সার্কুলার বাস্তবায়নের নির্দেশ দানেও জাতীয় রাজস্ব বোর্ডকে অনুরোধ করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।