বীমার প্রিমিয়াম হার ৫০% কমানোর দাবি বিটিএমএ’র

নিজস্ব প্রতিবেদক: অগ্নি বীমার প্রিমিয়ামের হার ৫০ শতাংশ কমানোর দাবি জানিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) । একইসঙ্গে বীমার প্রিমিয়াম মাস ভিত্তিক দেয়ার দাবি জানিয়েছে সংগঠনটি। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) বরাবর গত ৫ আগস্ট পাঠানো এক চিঠিতে এ দাবি জানানো হয়।

বিটিএমএ’র ওই চিঠিতে বলা হয়, এজেন্টদের অতিরিক্ত কমিশন দেয়ায় বীমা কোম্পানিগুলো লোকসানে পড়ে। এরই প্রেক্ষিতে আইডিআরএ নন-লাইফ বীমা খাতে ১৫ শতাংশের বেশি কমিশন দেয়া যাবে না মর্মে নির্দেশনা প্রদান করেছে।

এদিকে টেক্সটাইল শিল্প ক্যাপিটাল ইনটেনসিভ হওয়ায় এর পরিচালন অত্যন্ত ব্যয়বহুল। নিয়মানুযায়ী মিলগুলোকে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ধরণের বীমার আওতায় থাকতে হয়।  ফলে অগ্নি ও নৌসহ অন্যান্য বীমার প্রিমিয়াম হিসেবে মিলগুলোকে বিপুল পরিমাণ অর্থ প্রতি বছর ব্যয় করতে হয়। অথচ টেক্সটাইল খাতে বীমা কোম্পানিগুলোর দাবি পরিশোধের মাত্রা প্রায় শূন্যের কোঠায়।

সরকার ব্যবসা বাণিজ্য এবং শিল্প পরিচালনা ব্যয় হ্রাস ও সমস্যা দূর করতে গুরুত্ব প্রদান করেছে উল্লেখ করে ওই চিঠিতে আরো বলা হয়, নন-লাইফ বীমা খাতে ১৫ শতাংশ কমিশন প্রদান টেক্সটাইল মিলগুলোর জন্য তেমন কোন উল্লেখযোগ্য প্রণোদনা নয়। বিটিএমএ মনে করে এ ক্ষেত্রে বীমার ট্যারিফ গ্রহণযোগ্য পর্যায়ে হ্রাস করা হলে তা মিলগুলোর জন্য সহায়ক হবে।

বিটিএমএ’র এই দাবির বিষয়ে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ’র সদস্য গকুল চাঁদ দাস ইন্স্যুরেন্স নিউজ বিডি’কে বলেন, এ রকম কোন আবেদন আমাদের কাছে এসেছে কিনা তা আমার জানা নেই। যদি কেউ এ ধরণের আবেদন করে থাকে তাহলে সেটা সেন্ট্রাল রেটিং কমিটি (সিআরসি)’র সভায় উপস্থাপন করা হবে।

সেখানে সবার মতামতের ভিত্তিতে ট্যারিফ রেট নতুন করে নির্ধারণ করা হবে। একক কোন সিদ্ধান্তে ট্যারিফ রেট নির্ধারণ করা হয় না। যেহেতু তারা ট্যারিফ রেট কমানোর আবেদন জানিয়েছে, এর অর্থ হচ্ছে তাদের মতে বর্তমান ট্যারিফ রেট বেশি। বিষয়টি সিআরসি’র সভায় নির্ধারণ হবে।

এ বিষয়ে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের মূখ্য নির্বাহী কর্মকর্তা ফারজানা চৌধুরী ইন্স্যুরেন্স নিউজ বিডি’কে বলেন, ট্যারিফ রেট নির্ধারণ করে থাকে সেন্ট্রাল রেটিং কমিটি। সব কিছু বিবেচনায় নিয়েই তারা এ রেট নির্ধারণ করেন। বীমা কোম্পানি ও গ্রাহক উভয়ের স্বার্থই এখানে বিবেচনায় থাকে।

বিটিএমএ’র দাবির প্রেক্ষিতে সিআরসি যদি মনে করে বর্তমান ট্যারিফ রেট কমানো প্রয়োজন তাহলে এটা তারা পুনর্নির্ধারণ করবে, এটাই স্বাভাবিক। আর নিয়ন্ত্রক সংস্থা যেটা নির্ধারণ করে দিবে তাতে আমাদের কোন আপত্তি থাকবে না। আমরা সেটাকে স্বাগত জানাবো।