অতিরিক্ত সচিব হলেন আইডিআরএ’র ২ নির্বাহী পরিচালক

নিজস্ব প্রতিবেদক:অতিরিক্ত সচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র নির্বাহী পরিচালক খলিল আহমদ ও কাজী মনোয়ার হোসেন। গত ২৩ অক্টোবর তাদের যুগ্ম-সচিব থেকে অতিরিক্ত সচিব করে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জনপ্রশাসনের ১৫৬ জন যুগ্ম-সচিবকে অতিরিক্ত সচিব করা হয়েছে। এসব কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ করা হয়। গত ২৩ অক্টোবর এ আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

উল্লেখ্য, জনপ্রশাসনের আরেক কর্মকর্তা মো. আশরাফ হোসেন সম্প্রতি আইডিআরএ’র নির্বাহী পরিচালকের দায়িত্ব পেয়েছেন। তবে এখনো তিনি কর্মস্থলে যোগদান করেননি। গত ২৩ অক্টোবর তিনি যুগ্ম-সচিব থেকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেয়েছেন।