বিআইএ’র আন্তর্জাতিক সম্মেলন নিয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদক: জলবায়ু ভিত্তিক বীমা নিয়ে আন্তর্জাতিক সম্মেলন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে। ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে মঙ্গলবার বেলা ১১টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ) এ তথ্য জানিয়েছে।
ইনক্লুসিভ ইন্স্যুরেন্স ফর ইমার্জিং মার্কেটস: কোপিং উইথ ক্লাইমেট রিস্ক শিরোনামে আগামী ৫-৭ নভেম্বর এ সম্মেলন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন, মিউনিক রি ফাউন্ডেশন এবং মাইক্রো ইন্স্যুরেন্স নেটওয়ার্ক যৌথভাবে এর আয়োজক। বিশ্বের ৪০টির বেশি দেশ থেকে ৪ শতাধিক অংশগ্রহীতা ও বীমা বিশেষজ্ঞ আলোচনায় অংশ নেবেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ক্রমবর্ধমান জলবায়ুজনিত সৃষ্ট দুর্যোগ মোকাবেলায় দরিদ্র জনগোষ্ঠির টেকসই উন্নয়নে অন্তর্ভুক্তিমূলক বীমা কিভাবে সাহায্য করতে পারে সে বিষয়ে মিথস্ক্রিয়ার একটি সুযোগ থাকবে আন্তর্জাতিক এই সম্মেলনে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সম্মেলন উদ্বোধন করবেন। উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব আসাদুল ইসলাম, আইডিআরএ’র চেয়ারম্যান শফিকুর রহমান পাটোয়ারী, মাইক্রো ইন্স্যুরেন্স নেটওয়ার্ক (লুক্সেমবার্গ)’র বোর্ড চেয়ারম্যান ডুবেল চেম্বারলেইন, মিউনিক রি ফাউন্ডেশন (জার্মানি)’র চেয়ারম্যান থমাস লস্টার ও বিআইএ’র প্রেসিডেন্ট শেখ কবির হোসেন।
আন্তর্জাতিক এ সম্মেলনে এখন ২৫ হাজার টাকা ফি দিয়ে যেকেউ অংশ নিতে পারবেন। আগ্রহীদের অনলাইনে http://www.bia-imc2019.com/registration এই ঠিকানায় গিয়ে রেজিস্ট্রেশন করতে বলা হয়েছে। প্রয়োজনে- হোসেন টাওয়ার (১০ম তলা), বক্স কালভার্ট রোড, ১১৬, নয়া পল্টন, ঢাকা ১০০০- এই ঠিকানায় বিআইএ’র সঙ্গে যোগাযোগ করা যাবে।