প্রতিবন্ধীদের জন্য বীমা চালু করছে সরকার
নিজস্ব প্রতিবেদক: প্রতিবন্ধীদের স্বাস্থ্য ও জীবন ঝুঁকি হ্রাস করার জন্য বীমা চালু করতে যাচ্ছে সরকার। এরইমধ্যে নতুন এই বীমা পরিকল্প প্রস্তুত এবং এর সম্ভাব্যতা যাচাইয়ের জন্য একটি টেকনিকাল কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ সুপারিশমালা উপস্থাপন করতে বলা হয়েছে। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের উদ্যোগে পর্যায়ক্রমে সারাদেশের প্রতিবন্ধীদের বীমার আওতায় আনা হবে। অটিজম, ডাউন সিট্রেম, বুদ্ধিপ্রতিবন্ধী ও সেরিব্রাল পালসি এই ৪ ধরণের নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধীরা এই বীমা সুবিধা পাবেন।
এ লক্ষ্যে আইডিআরএ কার্যালয়ে গত ১৬ সেপ্টেম্বর বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অর্থমন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় ও বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ছাড়াও সরকারি বেসরকারি লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানিগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে টেকনিক্যাল কমিটি গঠনসহ বেশ কয়েকটি সিদ্ধান্ত নেয়া হয়।
বীমা পরিকল্প প্রস্তুত এবং এর সম্ভাব্যতা যাচাইয়ে গত ৩১ অক্টোবার ৮ সদস্যের একটি টেকনিকাল কমিটি গঠন করেছে আইডিআরএ। কর্তৃপক্ষের সদস্য ড. মো. মোশাররফ হোসেনকে কমিটির আহবায়ক করা হয়েছে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, সমাজকল্যাণ মন্ত্রণালয়, এআইএ কনসালটিং একচ্যুয়ারি, লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানির প্রতিনিধিদের কমিটির সদস্য করা হয়েছে।
আইডিআরএ’র সদস্য গকুল চাঁদ দাস ইন্স্যুরেন্সনিউজবিডি’কে বলেন, প্রতিবন্ধীদের জন্য বীমা চালু করতে সময় লাগবে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কাছে আমরা এ বিষয়ে ডাটা চেয়েছি। দেশে কতজন প্রতিবন্ধী আছে, কোন ধরণের প্রতিবন্ধীকে বীমা সুবিধা দেয়া হবে, রিস্কটা কি হবে, পার্শ্ববর্তী দেশে এটা কিভাবে বাস্তবায়ন করছে এসব বিষয়ে ডাটা পাওয়ার পরই পরিকল্পটি তৈরি করা যাবে।