অনিষ্পন্ন দাবির তালিকা ও বীমা পরিকল্পসমূহের ভিডিও প্রকাশ করছে কোম্পানিগুলো
নিজস্ব প্রতিবেদক: অনিষ্পন্ন বীমা দাবির তালিকা এবং বীমা পরিকল্পসমূহের ভিডিও ক্লিপ প্রকাশ করছে লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানিগুলো। বাধ্যবাধকতা আরোপের পর প্রতিষ্ঠানগুলোর নিজস্ব ওয়েবসাইটে এগুলো আপলোড করে গত ২৪ অক্টোবর থেকে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে দেখানো শুরু করেছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুসারে, নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ নির্ধারিত দিনে ১১/১২টি বীমা কোম্পানি কর্তৃপক্ষের কার্যালয়ে এসে তাদের নিজস্ব ওয়েবসাইট প্রদর্শন করছে। এরই ধারাবাহিকতায় গত ১১ নভেম্বর ১১টি নন-লাইফ বীমা কোম্পানি নিজেদের অনিষ্পন্ন বীমা দাবির তালিকা এবং বীমা পরিকল্পসমূহের ভিডিও ক্লিপ প্রদর্শন করে।
কোম্পানিগুলো হলো- মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, নিটল ইন্স্যুরেন্স, নর্দান জেনারেল ইন্স্যুরেন্স, পিপলস ইন্স্যুরেন্স, ফিনিক্স ইন্স্যুরেন্স, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, প্রাইম ইন্স্যুরেন্স, প্রভাতী ইন্স্যুরেন্স ও পূরবী ইন্স্যুরেন্স।
এর আগে গত ২৭ অক্টোবর অনিষ্পন্ন বীমা দাবির তালিকা এবং বীমা পরিকল্পসমূহের ভিডিও ক্লিপ প্রকাশ করে ১২টি কোম্পানি। আইডিআরএ’র সদস্য গকুল চাঁদ দাসের সভাপতিত্বে এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) আশরাফ হোসেন ও খলিল আহমদসহ বীমা কোম্পানিগুলোর প্রতিনিধিরা। একইভাবে ৭৮টি কোম্পানির উপস্থাপনা পর্যায়ক্রমে চলতে থাকবে বলে জানা গেছে।