খুলনায় বীমা মেলা আয়োজনে ২৫ সদস্যের কমিটি
নিজস্ব প্রতিবেদক: ২০১৯ সালের বীমা মেলা আয়োজনে ২৫ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । কমিটির সভাপতি করা হয়েছে কর্তৃপক্ষের সদস্য গকুল চাঁদ দাসকে। আর কর্তৃপক্ষের সদস্য বোরহান উদ্দিন আহমেদ এর কোষাধ্যক্ষ এবং নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) খলিল আহমদ সদস্য সচিব। মঙ্গলবার এক অফিস আদেশে এ তথ্য জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি।
আইডিআরএ’র সদস্য গকুল চাঁদ দাস এর আগে ইন্স্যুরেন্সনিউজবিডি’কে জানান, বিভাগীয় পর্যায়ে এবারের বীমা মেলার স্থান নির্ধারণ করা হয়েছে খুলনা সার্কিট হাউজ ময়দান। তবে এখনো দিন-তারিখ নির্ধারণ করা হয়নি। তাছাড়া এটি ২০১৯ সালের বীমা মেলা হলেও অনুষ্ঠিত হবে ২০২০ সালের জানুয়ারিতে।
২৫ সদস্য বিশিষ্ট এ কমিটির সদস্যরা হলেন, কর্তৃপক্ষের সদস্য ড. এম মোশাররফ হোসেন, নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) ড. শেখ মহ. রেজাউল ইসলাম, নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) মো. আশরাফ হোসেন, বিআইএফ’র প্রেসিডেন্ট ও পপুলার লাইফের সিইও বিএম ইউসুফ আলী, অর্থ মন্ত্রণালয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মোহাম্মদ ইফতেখার হোসেন, জীবন বীমা করপোরেশনের জেনারেল ম্যানেজার মো. আনোয়ার হোসেন, সাধারণ বীমা করপোরেশনের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আমিনুল হক ভূঁইয়া, বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের সদস্য এবং কর্ণফুলী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের নির্বাহী সদস্য এবং রূপালী ইন্স্যুরেন্সের সিইও পি কে রায়, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের নির্বাহী সদস্য এবং গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের সিইও ফারজানা চৌধুরী, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের সিইও জামাল এম এ নাসের।
এ ছাড়াও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের সহ-সভাপতি এবং ফারইস্ট ইসলামী লাইফের সিইও মো. হেমায়েত উল্লাহ, বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল নিশিথ কুমার সরকার, আইডিআরএ'র পরিচালক (যুগ্মসচিব) মো. সিদ্দিকুর রহমান, আইডিআরএ'র পরিচালক (উপসচিব) আব্দুস সালাম সোনার, আইডিআরএ'র পরিচালক (উপসচিব) আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, আইডিআরএ'র পরিচালক (উপসচিব) মো. শাহ আলম, আইডিআরএ'র পরিচালক (উপসচিব) কামরুল হক মারুফ, আইডিআরএ'র পরিচালক (উপসচিব) মুহাম্মদ আরিফুল ইসলাম, বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমির প্রেস এণ্ড পাবলিকেশন অফিসার মো. মিরাজ হোসেন, আইডিআরএ'র কর্মকর্তা (লাইফ শাখা) আবু মাহমুদ, আইডিআরএ'র কর্মকর্তা (উন্নয়ন শাখা) তানিয়া আফরিন কমিটির সদস্য।
উল্লেখ্য, এর আগে ২০১৬ সালে প্রথম বারের মতো বীমা মেলা আয়োজন করা হয় রাজধানী ঢাকায়। এরপর ২০১৭ সালে সিলেটে অনুষ্ঠিত হয় বিভাগী পর্যায়ের বীমা মেলা। সবশেষ ২০১৮ সালের বীমা মেলা অনুষ্ঠিত হয় চট্টগ্রামে, ২০১৯ সালের মার্চে।