জাতীয় তথ্য বাতায়নে সংযুক্ত হলো পপুলার লাইফ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ নির্বাচন কমিশনের সংরক্ষিত তথ্য-উপাত্ত ব্যবহারের মাধ্যমে গ্রাহকের পরিচিতি যাচাই-বাছাই করার উদ্বোধনের মাধ্যমে জাতীয় তথ্য বাতায়নে সংযুক্ত হলো বেসরকারি লাইফ বীমা কোম্পানি পপুলার লাইফ ইন্স্যুরেন্স। বীমাখাতে সরকারি-বেসরকারি ৭৮টি লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানির মধ্যে পপুলার লাইফ-ই প্রথম গ্রাহকের পরিচয়পত্র যাচাই কার্যক্রম শুরু করলো।
আজ সোমবার রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইডিআরএ’র চেয়ারম্যান মো. শফিকুর রহমান পাটোয়ারী। বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য আবু হোসেন বাবলা, কর্তৃপক্ষের সদস্য গকুল চাঁদ দাস, নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) খলিল আহমদ, নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) মো. আশরাফ হোসেন প্রমুখ। কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন।
এসময় বক্তারা বলেন, আজ বীমাখাতের একটি ঐতিহাসিক দিন। পপুলার লাইফ-ই জাতীয় পরিচয়পত্র যাচাই কার্যক্রম উদ্বোধনের মাধ্যমে জাতীয় তথ্য বাতায়নে সংযুক্ত হলো। এর মাধ্যমে শুধু পপুলার লাইফ নয়, গোটা বীমাখাতেরই ডিজিটালাইজেশনের অগ্রগতির নতুন একটি ধাপে পদার্পন করলো। এই কার্যক্রম বীমাখাতের আস্থার সংকট দূর করণে নতুন একটি মাইলফলক হিসেবে চিহ্নিত হবে। যা বীমাখাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
প্রধান অতিথির বক্তব্যে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র চেয়ারম্যান মো. শফিকুর রহমান পাটোয়ারী বলেন, নির্বাচন কমিশনের তথ্যের সাথে সংযুক্ত হলে গ্রাহকদের টাকা আর মারা যাবে না। একজনের টাকা আরেকজন নিয়ে যেতে পারে, সেটা ম্যানুয়ালি সম্ভব। কিন্তু এখন আর সেটা সম্ভবব হবে না। পপুলার লাইফ এগিয়ে যাচ্ছে, আরো এগিয়ে যাবে। আপনাদের সহযোগিতা থাকতে হবে। আপনারা এটা আরো বেগবান করবেন।
অনুষ্ঠানের বিশেষ অতিথি আইডিআরএ’র সদস্য গকুল চাঁদ দাস বলেন, আজকের এই কার্যক্রম বীমাখাতে গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। তিনি বলেন, আমি সব কোম্পানিকে আহবান জানাচ্ছি, আপনারাও এই আধুনিক প্রযুক্তির সুবিধা গ্রহণ করুন। জাতীয় তথ্য বাতয়নে সংযুক্ত হন, এর কোন বিকল্প নেই। আমি মনে আগামী বছরে জাতীয় তথ্য বাতায়নে সংযুক্ত হওয়া বাধ্যতামূলক করে দেয়া হবে।
আইডিআরএ’র নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) খলিল আহমদ বলেন, আজকের দিনটি বীমাখাতের জন্য ঐতিহাসিক দিন। আমাদের বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বীমাখাতের উন্নয়নের জন্যই দায়িত্ব পালন করছে। আমরা দায়িত্ব নেয়ার পর বীমাখাতের উন্নয়নে যতগুলো পদক্ষেপ নেয়া হয়েছে তার সবগুলোতেই নেতৃত্ব দিয়েছে পপুলার লাইফ। আমরা বীমাখাতের উন্নয়নে ডিজিটালাইজেশনের উদ্যোগ নিয়েছি। আজকে জাতীয় তথ্য বাতায়নে সংযুক্তি বীমাখাতের ইতিবাচক পরিবর্তনে যে কত গুরুত্বপূর্ণ পদক্ষেপ তা বলে শেষ করা যাবে না। এই পদক্ষেপের ফলে যেমন গ্রাহকের আস্থার সংকট দূর হবে তেমনি বীমাখাতে স্বচ্ছতা ফিরে আসবে।
পপুলার লাইফ ইন্স্যুরেন্সের মূখ্য নির্বাহী কর্মকর্তা ও বিআইএফ’র প্রেসিডেন্ট বিএম ইউসুফ আলী বলেন, বীমাখাতের উন্নয়নে যেকোনো পদক্ষেপে অগ্রগামী ভূমিকা পালন করছে পপুলার লাইফ। নির্বাচন কমিশনের সংরক্ষিত তথ্য ব্যবহারের অনুমোদন পাওয়ার মাধ্যমে জাতীয় তথ্য বাতায়নে আজ থেকে সংযুক্ত হলো পপুলার লাইফ।
এতে দ্রুত বীমা দাবি পরিশোধ, গ্রাহক সনাক্তকরণ ও মানিলন্ডারিং প্রতিরোধসহ বীমাগ্রাহকের নামে চেক জালিয়াতিসহ সব ধরণের প্রতারণা বন্ধ করা সম্ভব হবে। ফলে এই উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা ফিরে আসার পাশাপাশি বীমাখাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে। আর এই পরিবর্তনের অগ্রগামী হিসেবে থাকছে পপুলার লাইফ।