জীবন বীমা করপোরেশনে ৫ পদে নিয়োগ বিজ্ঞপ্তি
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রীয়খাতে লাইফ বীমা প্রতিষ্ঠান জীবন বীমা করপোরেশনে সহকারী ম্যানেজার, জুনিয়র অফিসার (প্রকৌশলী), উচ্চমান সহকারী, অফিস সহকারী কাম-কম্পিউটার মূদ্রাক্ষরিক এবং অফিস সহায়ক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। গত ৭ জানুয়ারি এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
সহকারী ম্যানেজার গ্রেড-৯ম, পদ সংখ্যা ১০টি, শিক্ষাগত যোগ্যতা: (ক) যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ১ম শ্রেণিতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা সম্মানসহ ২য় শ্রেণিতে স্নাতকোত্তর ডিগ্রি। তবে অর্থনীতি, গণিত, পরিসংখ্যান, ব্যবসায় প্রশাসন ও বাণিজ্য বিষয়ে ডিগ্রিপ্রাপ্তরা অগ্রাধিকার পাবেন। (খ) চার বছর মেয়াদি অনার্স ডিগ্রি, অনার্সসহ স্নাতকোত্তর ডিগ্রির সমতুল্য হিসেবে গণ্য হবে।
জুনিয়র অফিসার (প্রকৌশলী) গ্রেড-১০ম, পদ সংখ্যা ০১টি, শিক্ষাগত যোগ্যতা: প্রকৌশলে স্নাতক পাশ বা সমমানের ডিগ্রি অথবা প্রকৌশলে ডিপ্লোমা পাশ এবং উপ-সহকারী প্রকৌশলী বা সমমানের পদে ৩ (তিন) বৎসরের অভিজ্ঞতা।
উচ্চমান সহকারী গ্রেড-১৩,পদ সংখ্যা ১৭৬টি, শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পাশ। যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নাই: গোপালগঞ্জ, শরিয়তপুর, চাঁদপুর, ফেনী, রাজশাহী, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর।
অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড-১৬, পদ সংখ্যা ১৬৫টি, শিক্ষাগত যোগ্যতা: (ক) স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচ.এস.সি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; (খ) কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত; এবং (গ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি। যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নাই: মুন্সীগঞ্জ, শরিয়তপুর, চাঁদপুর, ফেনী, রাজশাহী, নড়াইল, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী।
অফিস সহায়ক গ্রেড-২০, পদ সংখ্যা ১৯৯টি, শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাশ। যে সকল জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নাই: মুন্সীগঞ্জ, শরিয়তপুর, চাঁদপুর, নোয়াখালী, নড়াইল, বরিশাল, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী।
আবেদনকারীর বয়স:
(ক) ০১ জানুয়ারি,২০২০ তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং অনুর্ধ্ব ৩০ বছর।
(খ) শারীরিক প্রতিবন্ধি ও মুক্তিযোদ্ধা,শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যাদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদনের সময়সীমা:
(ক) আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় ১২-০১-২০২০ খ্রি.,সকাল: ১০.০০ ঘটিকা।
(খ) আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ ও সময় ০২-০২-২০২০ খ্রি., বিকেল: ০৫.০০ ঘটিকা।
আগ্রহী প্রার্থীগণকে অবশ্যই ওয়েবসাইট http://jbc.teletalk.com.bd এর মাধ্যমে নির্ধারিত আবেদনপত্র পূরণ করে online এ রেজিস্ট্রশন ও ফি জমাদান কার্যক্রম সম্পন্ন করতে হবে।