লাইফ বীমায় ২ বছরে গ্রাহক হারিয়েছে ১৭ লাখ

নিজস্ব প্রতিবেদক: ২০১৭ সালে দেশের ৩২টি লাইফ বীমা কোম্পানির গ্রাহক সংখ্যা ছিল ১ কোটি ৭ লাখ ১০ হাজার। ২০১৯ সালে এই সংখ্যা কমে দাঁড়িয়েছে ৯০ লাখ ২০ হাজার। এই সময়ে প্রায় ১৭ লাখ গ্রাহক হারিয়েছে দেশের লাইফ বীমাখাত। এই তথ্য প্রকাশ করেছে বীমাখাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) ।

বাংলাদেশের বীমা শিল্পের তথ্য চিত্র শীর্ষক এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালে লাইফ বীমাখাতে চালু পলিসি তথা গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে সর্বমোট ৯০ লাখ ২০ হাজার। এর আগে ২০১৮ সালে এই সংখ্যা ছিল ১ কোটি ৬ লাখ ৫০ হাজার। আর ২০১৭ সালে এই গ্রাহক সংখ্যা ছিল ১ কোটি ৭ লাখ ১০ হাজার।

এই হিসাবে ২০১৮ সালে গ্রাহক সংখ্যা তথা চালু পলিসির সংখ্যা কমেছে ৬০ হাজার বা শূন্য দশমিক ৫৬ শতাংশ। তবে ২০১৯ সালে এসে এই গ্রাহক সংখ্যা কমেছে ১৬ লাখ ৩০ হাজার বা ১৫ দশমিক ৩১ শতাংশ। অর্থাৎ দু’বছরের ব্যবধানে গ্রাহক সংখ্যা কমেছে ১৫ দশমিক ৭৮ শতাংশ।

অন্যদিকে লাইফ বীমায় ২০১৯ সালে মোট প্রিমিয়াম সংগ্রহ দাঁড়িয়েছে ৯ হাজার ৬০৮ কোটি ২২ লাখ টাকা। যা আগের বছরে ছিল ৮ হাজার ৯৯২ কোটি ১৩ লাখ টাকা। সে হিসাবে বিদায় বছরে লাইফ বীমাখাতে প্রিমিয়াম সংগ্রহে প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ৮৫ শতাংশ। তবে ২০১৮ সালে এই প্রবৃদ্ধি ছিল ৯ দশমিক ৬৮ শতাংশ।