জাতীয় বীমা দিবস উপলক্ষ্যে রচনা আহবান করেছে আইডিআরএ
নিজস্ব প্রতিবেদক: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) ১ মার্চ জাতীয় বীমা দিবস উপলক্ষ্যে রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে। রচনার বিষয় “বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে বীমার গুরুত্ব”।
আইডিআরএ’র রচনা প্রতিযোগিতায় যারা যারা অংশগ্রহণ করতে পারবে: উচ্চমাধ্যমিক বা সমমান পর্যায়ের ছাত্রছাত্রীবৃন্দ এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীবৃন্দ। শিক্ষার্থীদেরকে সবোর্চ্চ ১২০০ শব্দের মধ্যে A4 সাইজের কাগজের এক পার্শ্বে নিজ হস্তে এই রচনা লিখতে হবে।
রচনা জমা দেওয়ার সময় প্রত্যেক শিক্ষার্থীর নাম, পিতা-মাতার নাম, জন্ম তারিখ, মোবাইল নম্বর এবং শিক্ষা প্রতিষ্ঠানের হাল নাগাদ পরিচয় পত্রের অনুলিপি দাখিল করতে হবে।
আগামী ২০ ফেব্রুয়ারি ২০২০ তারিখ বিকেল ৫.০০ টার মধ্যে আবশ্যিকভাবে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের ঠিকানায় রচনা সরাসরি বা ডাকযোগে পৌঁছাতে হবে।আর ইনভেলপের উপরে উচ্চমাধ্যমিক বা সমমান অথবা বিশ্ববিদ্যালয় শব্দটি উল্লেখ করতে হবে।
রচনা পাঠানোর ঠিকানা: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এসবিসি টাএয়ার (৯ম তলা), ৩৭/এ দিলকুশা বা/এ ঢাকা-১০০০।