আইডিআরএ’র সার্ভিলেন্স কমিটিতে সংশোধন
নিজস্ব প্রতিবেদক: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র সার্ভিলেন্স কমিটি-২ এর নতুন আহবায়ক হিসেবে মনোনিত হয়েছেন সংস্থাটির নির্বাহী পরিচালক মুহম্মদ হিরুজ্জামান এনডিসি (যুগ্মসচিব)। এর আগে সার্ভিলেন্স কমিটি-২ এর আহবায়ক ছিলেন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক খলিল আহমদ (অতিরিক্ত সচিব)। তিনি অন্যত্র বদলি হওয়ায় কমিটিতে এ সংশোধন আনা হয়েছে বলে জানিয়েছে আইডিআরএ।
উল্লেখ্য, বীমা কোম্পানিগুলোর অনিয়ম খুঁজতে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ২টি সার্ভিলেন্স কমিটি গঠন করেছে। সার্ভিলেন্স কমিটি-১ এর আহবায়ক করা হয়েছে কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) ড. শেখ মহ. রেজাউল ইসলামকে। ২০১৯ সালের ১১ নভেম্বর কমিটি দু'টি ঘোষণা করা হয়।