৫ বছরে সানফ্লাওয়ার লাইফের অতিরিক্ত ব্যয় ৭৬ কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক: ব্যবস্থাপনা খাতে অনুমোদিত সীমার অতিরিক্ত ব্যয় কমানোর অঙ্গিকার ব্যক্ত করেও তা বাস্তবায়ন করতে পারছে না সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স। বরং বীমা গ্রাহকের জমানো প্রিমিয়ামের টাকা থেকে অবৈধভাবে খরচ করেই যাচ্ছে কোম্পানিটি। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ থেকে প্রতিবছর শুনানী করে ব্যয় কমানোর তাগাদা দেয়া হলেও তার কোনো তোয়াক্কাই করছে না কোম্পানিটি।
বিগত পাঁচ বছরে ৭৬ কোটি ৪১ লাখ টাকা অতিরিক্ত ব্যয় করেছে সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স। এর মধ্যে ২০১৯ সালে অনুমোদিত সীমার চেয়ে ১২ কোটি ৯১ লাখ টাকা এবং ২০১৮ সালে ২০ কোটি ৮ লাখ টাকা অতিরিক্ত ব্যয় করেছে বীমা কোম্পানিটি। কমিশন, বেতন-ভাতা, অফিস ভাড়া ও নানাবিধ খাত দেখিয়ে এই অতিরিক্ত ব্যয় করা হয়েছে। অতিরিক্ত ব্যয়ের এ টাকা গ্রাহকের। বীমা আইন অনুসারে অতিরিক্ত ব্যয় অবৈধ।
তথ্য অনুসারে, ২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত সানফ্লাওয়ার লাইফ সর্বমোট ৮৬ কোটি ১৮ লাখ টাকা অতিরিক্ত ব্যয় করে। এ অবস্থায় ২০১৬ সালের এপ্রিলে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এক চিঠিতে বীমা কোম্পনিটিকে ব্যয় কমানোর নির্দেশ দেয়। নিয়ন্ত্রক সংস্থার ওই চিঠির জবাবে সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স ২০১৯ সালের মধ্যে ব্যবস্থাপনা ব্যয় নির্ধারিত সীমার মধ্যে নিয়ে আসার অঙ্গিকার ব্যক্ত করে।
২০১৯ সালের জানুয়ারিতে আবারো সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্সকে ব্যয় কমানোর তাগিদ দেয় নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। এ প্রেক্ষিতে বীমা কোম্পানিটি ২০১৫ সালের পর ৪৪২টি অফিসের মধ্যে ৬৯টি অফিস বন্ধ করে দেয়। ১০৫টি গাড়ির মধ্যে ২৩টি গাড়ি কমিয়ে ফেলে। এ ছাড়াও প্রতিষ্ঠানটির ৭২৫ কর্মকর্তার মধ্যে ৪৬ কর্মকর্তা কমিয়ে ফেলে। তবে বেতন-ভাতা ও কমিশন খরচ কমায়নি কোম্পানিটি।
ব্যবস্থাপনা খাতে ব্যয় কমাতে নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ’র বারবার তাগাদা দেয়ার পরও সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্স ২০১৫ সালে ১৯ কোটি ৬ লাখ টাকা, ২০১৬ সালে ১৩ কোটি ৬০ লাখ টাকা, ২০১৭ সালে ১০ কোটি ৭৬ লাখ টাকা, ২০১৮ সালে ২০ কোটি ৮ লাখ টাকা এবং ২০১৯ সালে ১২ কোটি ৯১ লাখ টাকা অতিরিক্ত ব্যয় করেছে।
সর্বশেষ হিসাব সমাপনী বছর ২০১৯ সালে সানফ্লাওয়ার লাইফ ১০৫ কোটি ৩৭ লাখ টাকা প্রিমিয়াম সংগ্রহে ব্যবস্থাপনা খাতে ব্যয় করে ৫৩ কোটি ৩৩ লাখ টাকা। তবে ব্যয়ের অনুমোদন ছিল ৪০ কোটি ৪২ লাখ টাকা। এর আগে ২০১৮ সালে কোম্পানিটি ১০৪ কোটি ৮৫ লাখ টাকা প্রিমিয়াম সংগ্রহে ব্যবস্থাপনা খাতে ব্যয় করে ৬৫ কোটি ৮২ লাখ টাকা। সে বছর কোম্পানিটির ব্যয়ের অনুমোদন ছিল ৪৫ কোটি ৭৪ লাখ টাকা।
এ বিষয়ে সানফ্লাওয়ার লাইফ ইন্সুরেন্সের মূখ্য নির্বাহী কর্মকর্তা শামসুল আলমের সঙ্গে ইন্স্যুরেন্সনিউজবিডি’র পক্ষ থেকে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি লিখিত প্রশ্ন চান। পরবর্তীতে বীমা কোম্পানিটির অফিসে গিয়ে প্রশ্নগুলো লিখিত আকারে তার কাছে উপস্থাপন করে ইন্স্যুরেন্সনিউজবিডি। কিন্তু লিখিত প্রশ্নেরও কোন জবাব দেয়নি সানফ্লাওয়ার লাইফ। পরবর্তীতে মোবাইল ফোনে আবারো যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।