গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স’র উদ্যোগে এসডিজি প্রতিবেদন প্রকাশ

নিজস্ব প্রতিনিধি: গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স’র উদ্যোগে বেসরকারি পর্যায়ে প্রথম এসডিজি প্রতিবেদন প্রকাশ করা হল। দেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সমন্বিত অংশগ্রহন অনুপ্রেনিত করতে এসডিজির এই প্রতিবেদন প্রকাশ। আজ বৃহস্পতিবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে আয়োজিত এক সভায় এই প্রতিবেদন প্রকাশ করা হয়।

এসডিজি রিপোর্ট প্রকাশনা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রী এ কে আবদুল মোমেন।  সভায় সভাপতিত্ব করেন গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের মূখ্য নির্বাহী কর্মকর্তা ফারজানা চৌধুরী।

পররাষ্ট্র মন্ত্রী আবদুল মোমেন বলেন সরকারের উন্নয়ন পরিকল্পনায় এসডিজিকে অন্তর্ভূক্তির মাধ্যমে পাঁচ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে বাংলাদেশ।  তিনি আরো বলেন আর্থসামাজিক পর্যায়ে সকলকে নিয়ে সমন্বিত উন্নয়ন বাস্তবায়ন আঞ্চলিক রাষ্ট্রগুলোর সাথে একসাথে কাজ করছে বাংলাদেশ।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের জ্যেষ্ঠ সচিব আসাদুল ইসলাম, যুক্তরাজ্যের রাষ্ট্রদূত রবার্ট চ্যাটার্টন ডিকসন এবং জাতিসংঘের আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পো।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের জ্যেষ্ঠ সচিব আসাদুল ইসলাম বলেন শস্য বীমা চালু করেছে গ্রীন ডেল্টা।  বাংলাদেশের বীমাখাতের উন্নয়নে গ্রীন ডেল্টার অবদান অপরিসীম।  তিনি বলেন জাতির পিতা বঙ্গবন্ধু ১৯৬০ সালের ১ মার্চ আলফা ইন্স্যুরেন্স এ যোগদান করেন।  তার যোগদানের দিনটিকেই জাতীয় বীমা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে।

গ্রীন ডেল্টার মূখ্য নির্বাহী ফারজানাহ চৌধুরী বলেন এসডিজির মূলনীতির আলোকে পরিবেশ প্রতিবেশ ঝুঁকি এড়িয়ে মানুষের জীবনমান উন্নয়নে উদ্ভাবনী সেবা প্রদানে সরকারি বেসরকারি অংশীদারদের সাথে কাজ করছে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স।

টেকসই উন্নয়নের ব্যাপারটা প্রথম আলোচনায় আসে ১৯৮৭ সালে। ২০১৬-২০৩০ সাল পর্যন্ত ১৫ বছর মেয়াদি সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল বা এসডিজি ঘোঘণা করেছে জাতিসংঘ। সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল এর লক্ষ্য হচ্ছে ১৭ টি।