জাতীয় বীমা দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা
নিজস্ব প্রতিবেদক: বীমা দিবসে শপথ করি, উন্নত দেশ গড়ি- এই প্রতিপাদ্যকে সামনে রেখে আগামীকাল রোববার (১ মার্চ, ২০২০) দেশে প্রথমবারের মতো পালিত হবে জাতীয় বীমা দিবস। এ উপলক্ষ্যে আজ শনিবার সকালে রাজধানী ঢাকায় বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মানিক মিয়া এভিনিউয়ে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের সামনে থেকে শুরু হয়ে জাতীয় সংসদ ভবনের প্রধান ফটকে শেষ হয় এ শোভাযাত্রা।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র চেয়ারম্যান মো. শফিকুর রহমান পাটোয়ারীসহ প্রতিষ্ঠানটির সদস্যবৃন্দ ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বিএম ইউসুফ আলীসহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ এবং লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানিগুলোর মূখ্য নির্বাহীসহ বীমা কর্মী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬০ সালের ১ মার্চ আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগদান করেন। বীমা পেশায় তার যোগদানের দিনটিকে স্মরণে রাখতে বাংলাদেশ সরকার ১ মার্চকে জাতীয় বীমা দিবস হিসেবে ঘোষণা করেছে। আগামীকাল রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এবারের জাতীয় বীমা দিবসের উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই দিন সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করবেন।