জাতীয় বীমা দিবস কাল
নিজস্ব প্রতিবেদক: বর্ণাঢ্য আয়োজনে আগামীকাল রোববার (১ মার্চ) সারাদেশে পালিত হবে জাতীয় বীমা দিবস। ১৯৬০ সালের এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বীমা পেশায় যোগদান করেন। দিনটিকে স্মরণে রাখতে বাংলাদেশ সরকার ১ মার্চকে জাতীয় বীমা দিবস হিসেবে ঘোষণা করেছে। সে অনুযায়ী আগামীকাল সারাদেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হবে জাতীয় বীমা দিবস।
দিবসটি উপলক্ষ্যে অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষসহ দেশের সরকারি বেসরকারি ৭৮টি লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানি বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এরমধ্যে রয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বীমা মেলা। রোববার রাজধানী ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দিবসটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দিবসটি উদযাপনের অংশ হিসেবে আজ শনিবার সকালে রাজধানী ঢাকায় বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মানিক মিয়া এভিনিউয়ে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের সামনে থেকে শুরু হয়ে জাতীয় সংসদ ভবনের প্রধান ফটকে শেষ হয় এ শোভাযাত্রা। বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা ও সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানসহ দেশের ৭৮টি বীমা কোম্পানির প্রায় সাড়ে ৩ হাজার কর্মকর্তা এই শোভাযাত্রায় অংশ নেন।
এবারের জাতীয় বীমা দিবস উপলক্ষ্যে আগামী ২ মার্চ রাজধানীর হাতির ঝিলে আর্মি থিয়েটারে অনুষ্ঠিত হবে সঙ্গীতানুষ্ঠান। সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এ অনুষ্ঠান। এ ছাড়াও দেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে জাতীয় বীমা দিবস উপলক্ষ্যে শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে।
উল্লেখ্য, ১৯৬০ সালের ১ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগদান করেন। সে সময় তার মাসিক মূল বেতন ছিল ১৪শ’ টাকা। এর সঙ্গে ২৫০ টাকা ভাতা ও ২৫০ টাকা বিনোদনভাতা পেতেন। অর্থাৎ মোট ১৯শ’ টাকা পেতেন।
১৯৫২ সালে পাকিস্তানের করাচিতে প্রতিষ্ঠিত আলফা ইন্স্যুরেন্স কোম্পানি ঢাকায় শাখা স্থাপন করে ১৯৫৯ সালের অক্টোবরে। তৎকালীন জিন্নাহ এভিনিউয়ে ছিল এ শাখা অফিস। এরপর চট্টগ্রামের অন্দরকিল্লায় কোম্পানিটির আরেকটি শাখা কার্যালয় স্থাপন করা হয়।