জাতীয় বীমা দিবস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বীমা পেশায় যোগদানের দিন ১ মার্চকে জাতীয় বীমা দিবস ঘোষণার পর দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ অনুষ্ঠানটির আয়োজক।
১৯৬০ সালে আজকের এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগদান করেন। দিনটিকে স্মরণে রাখতে গত ১৫ জানুয়ারি অনুষ্ঠিত মন্ত্রীপরিষদ সভায় সিদ্ধান্তের প্রেক্ষিতে ১ মার্চকে জাতীয় বীমা দিবস হিসেবে ঘোষণা করা হয়। সে অনুযায়ী রাজধানী ঢাকাসহ সারাদেশে আজ যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে জাতীয় বীমা দিবস।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম, আইডিআরএ চেয়ারম্যান মো. শফিকুর রহমান পাটোয়ারী, বিআইএ’র প্রেসিডেন্ট শেখ কবির হোসেন, বীমা সংগঠক ও জেনিথ ইসলামী লাইফের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফরিদুন্নাহার লাইলী এবং বিআইএফ’র প্রেসিডেন্ট বিএম ইউসুফ আলী।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয় দিনব্যাপী বীমা মেলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীমা মেলার স্টল পরিদর্শন করেন। দেশের সরকারি বেসরকারি ৭৮টি লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানি মেলায় অংশ নিয়েছে। এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে বীমা বিষয়ে প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।
এ ছাড়াও দেশের সকল জেলা ও উপজেলা পর্যায়ে জাতীয় বীমা দিবস উপলক্ষ্যে শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। বর্ণিল সাজে সেজেছে বীমা কোম্পানিগুলো। প্রথম বারের মতো সারাদেশে উদযাপিত হচ্ছে জাতীয় বীমা দিবস।