দেশের বীমা দেশেই থাকবে: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: দেশের বীমা দেশেই রাখার কথা বলেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, যদি আমাদের বীমা আমাদের দেশেই করা হয় তাহলে একদিকে আমাদের ফরেন কারেন্সি সেভ হবে। আরেক দিকে আমাদের বীমা কোম্পানিগুলো অনেক বেশি আলোচিত হবে বলে আমি বিশ্বাস করি।

আজ রোববার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রথম জাতীয় বীমা দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বীমা কোম্পানিগুলোর সক্ষমতা বৃদ্ধির আহবান জানিয়ে অর্থমন্ত্রী বলেন, প্রয়োজনের আপনার ডাবল ইন্স্যুরেন্স করেন। দু’টো কোম্পানি মিলে যদি ডাবল ইন্স্যুরেন্স করেও আমরা রিস্ক কাভার করতে না পারি তাহলে কোম্পানিটি যদি রিইন্স্যুরার হয় তাহলে আরো কাউকে রিইন্স্যুরেন্স স্কিমের আওতায় নিয়ে আসতে হবে। একের পর এক চেষ্টা অব্যাহত রাখেন।

তিনি বলেন, আগে শুনেছি আমাদের দেশে বীমার পেনিট্রেশন কম, যেটা দেখা গেছে ১ শতাংশ। আমাদের সতের কোটি মানুষের মধ্যে এখন মাত্র সাড়ে ৭ শতাংশ মানুষ বীমা শিল্পের সাথে সম্পৃক্ত। তারপরও আমি বলবো, আস্তে আস্তে এখন মানুষের মানসিকতায় পরিবর্তন আসছে। মানুষজন এই বিষয়টাকে কিছুটা মূল্যায়ন করার চেষ্টা করছে।

অর্থমন্ত্রী বলেন, জীবন চলার পথে সব সময় কোন না কোনভাবে মানুষ ঝুঁকির মধ্যে থাকে। এই ঝুঁকিগুলোকে কমানোর জন্যই এই বীমা শিল্প। বীমা শিল্প কোন ঝুঁকি বন্ধ করতে পারে না। কিন্তু এগুলোকে কমাতে পারে, এগুলোকে কার্যকরভাবে ম্যানেজ করতে পারে।

তিনি বলেন, আমাদের অর্জনগুলো আগের তুলনায় অনেক ভালো। আগে দেখতাম, প্রায় সময়ই শুনতার যে, আমাদের বীমা খাতের প্রতি মানুষের আস্থা নেই। এখন অনেক অগ্রগতি হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী এখানে অনেক কাজ করেছেন। 

উল্লেখ্য, ২০১৯-২০ অর্থ বছরের বাজেটে বৃহৎ প্রকল্পের বীমা দেশীয় কোম্পানির মাধ্যমে সম্পন্নের প্রস্তাব করা হয়েছে। প্রয়োজনে একাধিক কোম্পানির সাথে যৌথ বীমা সম্পাদনের কথা বলা হয়েছে। অর্থমন্ত্রী অ হ ম মোস্তফা কামাল এই প্রস্তাবনা দিয়েছেন।