বীমার সুবিধা প্রচারে আবারো তাগিদ দিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: বীমা করলে মানুষ যে সুবিধাগুলো পাবে সেই সুবিধাগুলো মানুষের সামনে তুলে ধরতে ব্যাপক প্রচার-প্রচারণার তাগিদ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বীমা দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ইতোমধ্যে আমরা কৃষকদের জন্য কৃষি বীমা, স্বাস্থ্য বীমা, রেলযাত্রীদের জন্য বীমা, এমনকি ভবনের জন্য বীমা- কারণ অনবরত ভবনে আগুন লাগে বা কোন ক্ষতি হয় অথবা ধসে পড়ে এসব কিছুই হতে পারে। কাজেই এসমস্ত ক্ষেত্রে বীমা করার একটা উদ্যোগ ইতোমধ্যে নেয়া হয়েছে। আমি মনে করি এটা অত্যন্ত কার্যকর হবে।

তিনি আরো বলেন, লেখাপড়া শেখার জন্য সেখানেও বীমা করে দেয়া যায়। একটা বাচ্চা হওয়ার সাথে সাথেই যদি আপনার শিশুর নামে একটা বীমা করে রাখেন তাহলে বড় হলে সে পড়াশোনা করতে পারে। ধীরে ধীরে একটু একটু পয়সা জমবে, তার লেখাপড়াটা নিশ্চিত থাকবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কাজেই এখানে শিক্ষা বীমার প্রস্তাব যারা পাঠিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামেই ‘বঙ্গবন্ধু শিক্ষা বীমা’ হিসেবে নামকরণের প্রস্তাব করা হয়েছে। আমরা এটা বিবেচনায় রেখেছি।

তিনি বলেন, এছাড়াও স্বাস্থ্য বীমাটা অত্যন্ত কার্যকর হবে। গার্মেন্টস শ্রমিক থেকে শুরু করে বিভিন্ন পেশায় যারা কাজ করেন তাদেরকে বীমার আওতায় নিয়ে আসলে কোন দুর্ঘটনা ঘটলে শারীরিক ক্ষতি বা অঙ্গহানী হলে এই বীমা থেকে সহযোগিতা পেতে পারে।