বীমা দিবসে নেত্রকোনায় বেস্ট লাইফের আলোচনা সভা

ডেস্ক রিপোর্ট: নেত্রকোনায় প্রথম জাতীয় বীমা দিবস উদযাপন করেছে বেস্ট লাইফ ইন্স্যুরেন্স। এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী। অনুষ্ঠান সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. সাবিহা সুলতানা।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেস্ট লাইফ ইন্স্যুরেন্সের উদ্যোক্তা পরিচালক ড. নাদিয়া বিনতে আমিন এবং আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক গাজী মোজাম্মেল হক টুকু। কোম্পানিটির জোন আয়োজিত এ সভায় স্থানীয় বীমা কর্মকর্তা ও কর্মীরা উপস্থিত ছিলেন। (সংবাদ বিজ্ঞপ্তি)