বিআইএ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের নিজস্ব জমিতে ‘বিআইএ ভবন’র ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। পরে মুজিব বর্ষে বীমা দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। শুক্রবার সকালে রাজধানীর উত্তরায় বাইলজুড়িতে (রোড নং ৪/এ, প্লট নং ৪, সেক্টর ১৫/এইচ) ভিত্তিপ্রস্তর স্থাপন, আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।
বিআইএ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ) প্রেসিডেন্ট শেখ কবির হোসেন। আলোচনা সভা শেষে র্যাফেল ড্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
আলোচনায় সভায় বক্তব্য রাখেন মোজাফফর হোসেন পল্টু, নূরুল ফজল বুলবুল, মাহবুবুর রহমান, তৌহিদ সামাদ, নিজাম উদ্দিন আহমেদসহ অন্যান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান পরিচালনা করেন বিআইএ’র সেক্রেটারি জেনারেল নিশীথ কুমার সরকার। অনুষ্ঠানে বীমা কোম্পানির চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান, পরিচালক ও মুখ্য নির্বাহীরা উপস্থিত ছিলেন।