নিটল ইন্স্যুরেন্সের ফেইসবুক লাইভে চিকিৎসক, বলবেন করোনায় করণীয়

নিজস্ব প্রতিবেদক: কভিড-১৯ ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণের সুযোগ তৈরি করতে যাচ্ছে নিটল ইন্স্যুরেন্স। বীমা কোম্পানিটির নিজস্ব ফেইসবুক পেইজে এ উপলক্ষ্যে লাইফ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আগামী ১৮ এপ্রিল বেলা ৩টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে এই সেশন।

নিটল ইন্স্যুরেন্স কর্তৃপক্ষ জানিয়েছে, ফেইসবুক পেইজের ওই লাইভ অনুষ্ঠানে নির্ধারিত হটলাইনে সরাসরি কল করে করোনা ভাইরাস আক্রান্তের চিকিৎসা ও সংক্রমণ প্রতিরোধে করণীয় বিষয়ে জানা যাবে। বীমা গ্রাহক ছাড়াও দেশের-বিদেশের যেকোন ব্যক্তি ওই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে পারবেন।

দু’ঘণ্টাব্যাপী ওই লাইভ অনুষ্ঠানে পরামর্শ দেবেন ইন্টেন্সিভ কেয়ার মেডিসিন স্পেশালিস্ট ডা. সাঈদ হোসেন (এমবিবিএস, ডিএ, এমপিএইচ) । নির্ধারিত সময়ে বিশেষজ্ঞ এই চিকিৎসকের সঙ্গে ০১৭৫৫ ৬৬০৩৩১ এই মোবাইল নম্বরে যোগাযোগ করতে হবে। বীমা কোম্পানিটির ফেইসবুক পেইজের ঠিকানা- NITOL INSURANCE COMPANY LIMITED