বিনামূল্যে ১ লাখ মানুষকে করোনা বীমা সুবিধা দিচ্ছে ডিজিটাল হেলথ
নিজস্ব প্রতিবেদক: করোনা ভাইরাস সংক্রমণের চিকিৎসার ব্যয় বহনে সহায়তা করতে বিনামূল্যে বীমা সুবিধা দিচ্ছে ডিজিটাল হেলথকেয়ার সলিউশানস নামে একটি প্রতিষ্ঠান। অনলাইনে এক লাখ নিবন্ধনকারীকে ‘আগে আসলে আগে পাবেন ভিত্তিতে’ এই বীমা সুবিধা দেয়া হবে। গত ১৪ এপ্রিল থেকে ‘করোনা বীমা’ নামের এই কর্মসূচির কার্যক্রম শুরু হয়েছে।
সম্প্রতি প্রতিষ্ঠানটির ঢাকার হেড অব ক্লিনিক্যাল অপারেশন্স ডা. খালেদ হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। এর আগে প্রতিষ্ঠানটি টেলিনর হেলথ নামে পরিচিত ছিল। এটি একটি গ্রামীণ সামাজিক ব্যবসা কোম্পানি, যা গত চার বছর ধরে ডিজিটাল স্বাস্থ্যসেবা দিয়ে আসছে। এর সেবা গ্রহীতার সংখ্যা বর্তমানে ৫০ লাখেরও বেশি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনলাইনে নিবন্ধনের ৬০ দিনের মধ্যে এই প্যাকেজের সদস্য করোনা ভাইরাস সংক্রান্ত কারণে ৩ রাত বা তার বেশি সময় হাসপাতালে ভর্তি থাকলে ৫ হাজার টাকা ক্যাশ ক্লেইম করতে পারবেন। ডাক্তারি উপদেশ অনুযায়ী 'আইসোলেশন' এর ক্ষেত্রে ২ হাজার টাকার ক্লেইম সুবিধা পাবেন। এ ছাড়াও সদস্যর মৃত্যু হলে তার মনোনয়নকৃত নমিনি ২০ হাজার টাকার জীবন বীমা সুবিধা গ্রহণ করতে পারবেন।
আগামী ১১ জুন পর্যন্ত এই বীমা কর্মসূচি চালু থাকবে। তবে ১১ জুনের আগেই যদি এক লাখ মানুষ নিবন্ধন করে ফেলে, তাহলে আর কারো নিবন্ধন নেয়া হবে না। https://care.dh.health/insurance ওয়েবসাইটে গিয়ে করোনা বীমা নিবন্ধন করা যাবে। এই কর্মসূচিতে যারা নিবন্ধন করবেন, তাদেরকে করোনা ভাইরাস মোকাবিলার জন্য সময়ে সময়ে বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক ভিডিও ও পরামর্শ পাঠানো হবে বলেও উল্লেখ করা হয়েছে ওই সংবাদ বিজ্ঞপ্তিতে।
নিবন্ধনের শর্তাবলীতে বলা হয়েছে, যেকোনো বাংলাদেশি নাগরিক যার বয়স ২ থেকে ৮০ এর ভেতর এবং যিনি বর্তমানে টনিক এর অন্য কোন প্যাকেজের অন্তর্ভুক্ত নন তিনি এই প্যাকেজে নিবন্ধন করতে পারবেন। একজন প্রাপ্তবয়স্ক ২ জন সন্তান যাদের বয়স ২ থেকে ১৮ বছরের নিচে তাদেরকে প্যাকেজে অন্তর্ভুক্ত করতে পারবেন। জীবন বীমা সুবিধা গ্রহণ করার জন্য একজন সদস্য নমিনিও মনোনীত করতে পারবেন। নমিনি কেবলমাত্র বাবা/মা/স্বামী/স্ত্রী/সন্তানকে করা যাবে।