অভাবগ্রস্ত বীমা কর্মচারীদের আর্থিক সহায়তায় বিশেষ উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক: করোনা ভাইরাসের কারণে বীমাখাতে কর্মরত অভাগ্রস্ত কর্মচারীদের আর্থিক সহায়তার জন্য ব্যক্তিগত পর্যায়ে একটি জরুরি তহবিল গঠনের বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এমনটাই জানিয়েছেন উদ্যোক্তাদের একজন এ কে এম এহসানুল হক এফসিআইআই।  

বীমাখাতে কর্মরত বিশেষ করে নিম্ন বেতনভুক্ত কর্মচারী যারা বর্তমান পরিস্থিতিতে আর্থিক সংকটের মধ্যে দিন অতিবাহিত করছেন কিন্তু লজ্জায় মুখ ফুটে বলতে পারছেন না তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয়া এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

বীমাখাতের সাথে সংশ্লিষ্ট উদারমনা সকলকে এই তহবিলে মুক্ত হস্তে দান করার জন্য উদাত্ত আহবান জানিয়ে এ কে এম এহসানুল হক বলেন, মনে রাখবেন আপনার একটি ছোট্ট সহযোগিতা এই দুর্যোগময় পরিস্থিতিতে আর্থিকভাবে পর্যদুস্ত কর্মচারীদের খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে সাহায্য করবে।

সহৃদয় ব্যক্তিগণ যারা এই মানবিক কাজে অংশ গ্রহণ করতে আগ্রহী তারা ০১৭১৪ ০০৯০০৮ এই বিকাশ একাউন্টে (ব্যক্তিগত) সাধ্যমতো দান করতে পারেন। যেকোন প্রয়োজনে ০১৭২৪ ১১৭৬০৫ মোবাইল নম্বরে এবং [email protected] এই ঠিকানায় যোগাযোগ করা যাবে।