কক্সবাজারে করোনায় চার্টার্ড লাইফ কর্মকর্তার মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির কক্সবাজার অফিসের ইনচার্জ মো: আবদুল মোনায়েম খান। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। চার্টার্ড লাইফ কর্তৃপক্ষ তার মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছে।
আবদুল মোনায়েম খানের মৃত্যুতে গভীরভাবে শোকাহত চার্টার্ড লাইফ পরিবার। তার বিদেহী আত্মার শান্তি কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বীমা কোম্পানিটি। আবদুল মোনায়েম খান ২০১৫ সালের ২০ এপ্রিল চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগদান করেন।