জীবন বীমা করপোরেশনের মৌখিক পরীক্ষা ৬-৭ নভেম্বর
নিজস্ব প্রতিবেদক: জীবন বীমা করপোরেশনের সহকারী ম্যানেজার ও জুনিয়র অফিসার (প্রকৌশলী) পদে গত ১৬ অক্টোবর অনুষ্ঠিত এমসিকিউ ও লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৬ ও ৭ নভেম্বর।
গত রোববার (১ নভেম্বর, ২০২০) প্রকাশিত সময়সূচি অনুসারে, রাষ্ট্রীয় মালিকানাধীন এই বীমা প্রতিষ্ঠানের জুনিয়র অফিসার (প্রকৌশলী) পদে মৌখিক পরীক্ষা শুরু হবে ৬ নভেম্বর সকাল ১০টায়। এ পদের মৌখিক পরীক্ষায় অংশ নেবেন ৪ জন।
সহকারী ম্যানেজার পদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে দু’দিন, ৬ ও ৭ নভেম্বর। সহকারী ম্যানেজার পদে ৬ নভেম্বর সকাল ১০টা থেকে অনুষ্ঠেয় পরীক্ষায় অংশ নেবেন ৬০ প্রার্থী। আর ৭ নভেম্বর সকাল ১০টা থেকে অনুষ্ঠেয় এই পরীক্ষায় অংশ নেবেন ৩৯ প্রার্থী।
নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশ নিতে নির্ধারিত সময়ের এক ঘণ্টা পূর্বে সকল স্বাস্থ্যবিধি মেনে প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত থাকতে বলা হয়েছে। জীবন বীমা করপোরেশনের প্রধান কার্যালয়ের তৃতীয় তলায় একক্সিকিউটিভ কনফারেন্স রুমে এই মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।