সাহসী হয়ে বীমা পেশায় আত্মনিয়োগ করতে হবে: এস এম নুরুজ্জামান

নিজস্ব প্রতিবেদক: জেনিথ ইসলামী লাইফের মূখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান বলেছেন, পৃথিবী সাহসী মানুষের জন্য, তাই সাহসী হয়ে বীমা পেশায় আত্মনিয়োগ করতে হবে। তিনি বলেন, আমি পারব, আমার দ্বারা সম্ভব- এই মানসিকতা লালন করতে হবে বীমা কর্মীকে। মানুষ পারে না পৃথিবীতে এমন কাজ নাই। আজকে মানুষ মঙ্গলগ্রহে ও চাঁদে পর্যন্ত চলে গেছে।

আজ শনিবার সকালে রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে অনুষ্ঠিত জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের বর্ষ সমাপনী সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে কোম্পানির উন্নয়ন কমিটির চেয়ারম্যান এটিএম এনায়েত উল্লাহ, ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান আবদুল জলীল, নিরপেক্ষ পরিচালক কাজী মো. মোরতুজা আলী এবং শুভানুধ্যায়ী রেজাকুল হায়দার উপস্থিত ছিলেন।

বীমা কর্মীদের উদ্দেশ্যে এস এম নুরুজ্জামান বলেন, জেনিথ ইসলামী লাইফ একটি সম্পূর্ণ অনলাইন প্রতিষ্ঠান। আমাদের ওয়েবসাইট ইংরেজী ও বাংলা ভার্সনে তৈরি। তাই আপনারা সহজেই সবকিছু জানতে পারবেন। তিনি বলেন, নবায়ন ব্যবসা বৃদ্ধি করতে হবে। নবায়ন সংগ্রহ করার উদ্দেশ্যে আজকের এই মিটিং। আজ হতে ১ মাস ৬ দিন নবায়ন কালেকশন করার জন্য চেষ্টা করতে হবে।

তিনি আরো বলেন, ২০২০ সালে জেনিথ লাইফ ৫০২টি এসবি দাবি বাবদ ১ কোটি ৪৫ লাখ ৬৬ হাজার ৬২৫ টাকা পরিশোধ করেছে এবং ২১টি মৃত্যুদাবি বাবদ ৪০ লাখ ৪৩ হাজার ৮৬৯ টাকা পরিশোধ করা হয়েছে। এ ছাড়াও ৭টি স্বাস্থ্য বীমা দাবি বাবদ ১ লাখ ৪ হাজার ১৮১ টাকা এবং ১৭টি সমর্পণমূল্য বাবদ ২ লাখ ২২ হাজার ৩৩৩ টাকাসহ সর্বমোট ১ কোটি ৮৯ লাখ ৩৭ হাজার ৪ টাকা পরিশোধ করা হয়েছে।

সম্মেলনে অক্টোবর-ডিসেম্বর ২০২০ নবায়ন কালেকশনের উপর বীমা কর্মীদের জন্য বিভিন্ন ধরনের আকর্ষণীয় পুরষ্কার ঘোষণা করেন কোম্পানির মূখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান। বর্ষ সমাপনী সম্মেলনে সমগ্র বাংলাদেশ থেকে প্রতিষ্ঠানটির বাছাইকৃত প্রায় তিনশ’ উন্নয়ন কর্মকর্তা অংশগ্রহণসহ প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।