বঙ্গবন্ধু শিক্ষা বীমা প্রকল্পে বেসরকারি কোম্পানি অংশ নিতে আগ্রহী

নিজস্ব প্রতিবেদক: দেশব্যাপী বঙ্গবন্ধু শিক্ষা বীমা পরিকল্প বাস্তবায়নে বেসরকারি লাইফ বীমা কোম্পানিগুলোও অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে দেয়া এক চিঠিতে এই আগ্রহের কথা জানিয়েছে বীমা মালিকদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ) । গতকাল রোববার এই চিঠি পাঠানো হয়েছে।

তথ্য অনুসারে, বর্তমানে দেশব্যাপী এই প্রকল্প বাস্তবায়নে এককভাবে দায়িত্ব দেয়া হয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান জীবন বীমা করপোরেশন (জেবিসি)’কে। দেশের প্রতিটি জেলা থেকে একটি প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয় এবং দাখিল পর্যায়ের মাদারাসায় ৩ থেকে ১৭ বছর বয়সী ৫০ হাজার শিক্ষার্থীকে এই বীমা সুবিধা দেয়া হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১ মার্চ, ২০২১ তারিখে জাতীয় বীমা দিবসের অনুষ্ঠানে এই প্রকল্পের উদ্বোধন ঘোষণা করেন। বঙ্গবন্ধু শিক্ষা বীমা প্রকল্পে অর্থায়ন করবে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । প্রাথমিকভাবে পাইলট প্রকল্প হিসেবে চালু করা হচ্ছে বঙ্গবন্ধু শিক্ষা বীমা পরিকল্প।

বিআইএ’র ওই চিঠিতে বলা হয়েছে, জীবন বীমা করপোরেশনসহ অন্যান্য বেসরকারি লাইফ বীমা কোম্পানিকে পাইলট প্রকল্প বাস্তবায়নে দায়িত্ব পালনের সুযোগ প্রদান করলে বেসরকারি কোম্পানিগুলো উজ্জীবিত হবে এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বীমা প্রকল্পটি বাস্তবায়নে তারা গর্বিত বোধ করবে।

এ ছাড়াও সকল বেসরকারি লাইফ বীমা কোম্পানির সমন্বয়ে পাইলট প্রকল্পটি সম্পন্ন করা হলে প্রাপ্ত ফলাফল আরো বেশি প্রতিনিধিত্বমূলক এবং বাস্তবসম্মত হবে, যা পরবর্তীতে দেশব্যাপী প্রকল্পটি বাস্তবায়ে ফলপ্রসু হবে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম বরাবর পাঠানো ওই চিঠিতে স্বাক্ষর করেছেন বিআইএ’র প্রেসিডেন্ট শেখ কবির হোসেন।