জাতীয় শোক দিবস উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচি বীমা খাতে

নিজস্ব প্রতিবেদক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে বীমা খাত।  আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নির্দেশনার আলোকে বৃহস্পতিবার (২৯ জুলাই) এই সিদ্ধান্ত নিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) । নিয়ন্ত্রক সংস্থাসহ সকল বীমা কোম্পানি এসব কর্মসূচি বাস্তবায়ন করবে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

মাসব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে, মাসব্যাপী সকল কর্মকতা ও কর্মচারীর কালো ব্যাজ ধারণ; মাসব্যাপী অফিস কার্যালয়ে ড্রপডাউন ব্যানার দৃশ্যমান স্থানে বসানো; সামাজিক দূরত্ব নিশ্চিতপূ্র্বক স্বাস্থ্যবিধি অনুসরণ করে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা (প্রয়োজনে ভার্চুয়াল প্লাটফর্ম ব্যবহার করা); কর্তৃপক্ষের কার্যালয়ে স্থাপিত মুজিব কর্ণার অর্থমন্ত্রীর উপস্থিতি শুভ উদ্বোধন করা;

সামাজিক দুরত্ব নিশ্চিতপূর্বক স্বাস্থ্যবিধি অনুসরণ করে ১৫ আগস্ট ২০২১ তারিখে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ ও মোনাজাতে অংশগ্রহণ; শোকের মাসে কয়েকটি জাতীয় দৈনিক পত্রিকায় ১৫ আগস্ট ২০২১ তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নিহত সদস্যসহ সকল নিহতদের স্মরণে শোকবার্তার বিজ্ঞাপন প্রকাশ;

শোকের মাসে সকল লাইফ বীমা প্রতিষ্ঠান কর্তৃক মৃত্যুদাবি ও সকল নন-লাইফ বীমা প্রতিষ্ঠান কর্তৃক প্রদেয় দাবি যথাশীঘ্র পরিশোধের ব্যবস্থা গ্রহণ; লাইফ বীমা প্রতিষ্ঠানের তামাদি পলিসিসমূহ পুনর্বহালের ক্ষেত্রে বিলম্ব মাশুল মওকুফ এবং অন্যন্য চাহিদাদি সহজিকরণপূর্বক তামাদি পলিসি পুনর্বহাল;

শোকের মাসে লাইফ বীমা প্রতিষ্ঠানের মেয়াদোত্তীর্ণ দাবি পরবর্তী কার্যদিবসেই পরিশোধের ব্যবস্থা গ্রহণ, সেক্ষেত্রে গ্রাহকদের আবেদনের জন্য অপেক্ষা না করে বীমা প্রতিষ্ঠানের ডাটাবেইজ থেকে মেয়াদোত্তীর্ণ পলিসির তালিকা নিয়ে বীমা গ্রাহকদের সাথে যোগাযোগ করে অনলাইনে গ্রাহকের ব্যাংকে বীমা দাবির টাকা পরিশোধের ব্যবস্থাকরণ;

নন-লাইফ বীমা প্রতিষ্ঠানে যেসব বীমা পলিসির মেয়াদ আগন্ট মাসে উত্তীর্ণ হতে যাচ্ছে, সেই সব পলিসির সুবিধা প্রিমিয়াম ব্যতিরেকে পরবর্তী মাস পর্যন্ত প্রদান করা; ১ আগস্ট ২০২১ তারিখে থেকে ৩০ আগস্ট ২০২১ তারিখের মধ্যে যে সকল জীবন বীমা পলিসির গ্রেস পিরিয়ড শেষ হয়েছে সে সকল পলিসির জন্য গ্রেস পিরিয়ড আরও ৪৫ দিন বর্ধিত করা।  উক্ত সময়ে পলিসিসমূহের অধীনে বীমা ঝুঁকি আবরিত থাকবে এবং পলিসিসমূহ চলমান হিসেবে বিবেচিত হবে;

মাসব্যাপী দুস্থ মানুষদের মাঝে খাদ্য ও ঔষধ বিতরণ; সিভিল সার্জনের সাথে আলোচনার মাধ্যমে কোডিড-১৯ পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় ইকুইপমেন্ট (যথা- এক্সরে মেশিন, অক্সিমিটার, অক্সিজেন সিলিন্ডার, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক প্রভৃতি) বিভিন্ন সরকারি হাসপাতালে প্রয়োজন অনুযায়ী বিতরণ; বৃক্ষরোপন কর্মসূচি হাতে নেয়া; জাতীয় শোক দিবসের সঙ্গে সঙ্গতিপূর্ণ অন্যান্য কর্মসূচি পালন এবং উল্লেখিত কর্মসূচিসমূহ পালন করে একটি সচিত্র প্রতিবেদন ৯ সেপ্টেম্বর ২০২১ তারিখের মধ্য কর্তৃপক্ষ বরাবর প্রেরণ।