প্রতিষ্ঠার ৯ম বর্ষে এনআরবি গ্লোবাল লাইফ

নিজস্ব প্রতিবেদক: এনআরবি গ্লোবাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) ঢাকা ক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির প্রধান পৃষ্ঠপোষক, এফবিসিসিআই প্রেসিডেন্ট ও বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিন। অনুষ্ঠানটিতে কোম্পানির ব্যবসা সফল ৬৬ উন্নয়ন কর্মকর্তা ও কর্মীকে পুরস্কৃত করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বীমা কোম্পানিটি এ তথ্য জানিয়েছে।

 প্রতিষ্ঠা বার্ষিকী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান মোস্তফা আজাদ চৌধুরী, পরিচালকবৃন্দ রোটা. ইঞ্জি. মোহা. মোহাব্বত উল্যাহ, মো. ইকবাল হোসেন চৌধুরী, মো. খলিলুর রহমান, চৈতন্য কুমার দে, ড. যশোদা জীবন দেবনাথ, শেয়ার হোল্ডার সিদ্দিকুর রহমান মাসুম এবং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলম।

অনুষ্ঠানের প্রধান অতিথি কোম্পানির প্রধান পৃষ্ঠপোষক এফবিসিসিআই প্রেসিডেন্ট, বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ও দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন বর্তমান বছরকে টার্নিং পয়েন্ট হিসেবে ধরে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে কোম্পানিকে এগিয়ে নেয়ার জন্য তাগিদ দেন। কোম্পানির অগ্রগতিকে ত্বরান্বিত করার জন্য তিনি করপোরেট বিজনেসের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, এনআরবি নাম নিয়ে মার্কেটে বিভিন্ন ধরনের ধারনা এবং দেশের একাধিক কোম্পানি রয়েছে। আর দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান হওয়ায় ইসলামী বীমার প্রতি মানুষের বিশেষ আস্থা রয়েছে। এই সব বিবেচনা করে কোম্পানিকে ইতিবাচক ব্রান্ডিং করার জন্য কোম্পানির নাম পরিবর্তন করে ‘বেঙ্গল ইসলামী লাইফ লিমিটেড’ রাখা হচ্ছে।

প্রধান অতিথি আরো বলেন, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কার্যকর ব্যবস্থা গ্রহণের ফলে বর্তমানে নন-লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলো সুফল ভোগ করতে শুরু করেছে। অনুরূপ ইতিবাচক প্রভাব লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলোতে সহসা পড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

বিশেষ অতিথি কোম্পানির ভাইস চেয়াম্যান মোস্তফা আজাদ চৌধুরী ব্যবসার বিপরীতে ব্যয় সঙ্কোচনের বিষয়ে গুরুত্বারোপ করেন এবং নির্ধারিত সীমার মধ্যে ব্যয় সীমাবদ্ধ রাখার কথা বলেন। কোম্পানির পরিচালক ও ইসি কমিটির চেয়াম্যান রোটারিয়ান ইঞ্জিনিয়ার মোহা. মহব্বত উল্লাহ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের ওপর পূর্ণ আস্থা রেখে কাজ করার জন্য মাঠ কর্মীদের উপদেশ প্রদান করেন। পরিচালক মো. ইকবাল হোসেন চৌধুরী আশাবাদ ব্যক্ত করেন যে, বর্তমান ব্যবস্থাপনা পরিচালকের সুযোগ্য নেতৃত্বে কোম্পানি উত্তরোত্তর অগ্রগতির দিকে ধাবিত হবে।

কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক তার বক্তব্যে কোম্পানির বর্তমান অবস্থা তুলে ধরেন এবং গত বছরের সমপরিমাণ ব্যবসা গত আগস্ট ক্লোজিং মাসে ইতোমধ্যে অর্জন করা সম্ভব হয়েছে। এই বছরে ব্যবসা অর্জন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে তিনি উপস্থিত সকলকে অবহিত করেন।