বগুড়ায় পপুলার লাইফের বীমা দাবির চেক হস্তান্তর ও আলোচনা সভা
ডেস্ক রিপোর্ট: বগুড়ায় পপুলার লাইফ ইন্স্যুরেন্সের বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বগুড়া টিএমএসএস কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পপুলার লাইফ ইন্স্যুরেন্সের আল বারাকা ইসলামী ডিপিএস প্রকল্পের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক সেলিম মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পপুলার লাইফ ইন্স্যুরেন্সের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পপুলার লাইফ ইন্স্যুরেন্সের উপ-ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান, উর্দ্ধতন নির্বাহী পরিচালক ও উর্দ্ধতন প্রকল্প পরিচালক কামাল হোসেন মহসিন, আল আমিন বীমা প্রকল্পের উর্দ্ধতন মহাব্যবস্থাপক মোখলেছুর রহমান।
এ ছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, আল আমিন বীমা প্রকল্পের জিএম (উঃ) আবুল কালাম আজাদ, সিদ্দিকুর রহমান, একক বীমা প্রকল্পের জিএম (উঃ)আফজাল হোসেন, পপুলার ডিপিএস প্রকল্পের ডিজিএম (উঃ) হায়দার আলী, একুশে টেলিভিশনের জয়পুরহাট জেলা প্রতিনিধি ও পপুলার ডিপিএস প্রকল্পের এজিএম (উঃ) এস এম শফিকুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে বি এম শওকত আলী বলেন, বাংলাদেশের বীমা জগতের এক বহুল পরিচিত নাম-পপুলার লাইফ ইন্স্যুরেন্স। প্রায় ২১ বছরের পথ চলায় পপুলার লাইফ ইন্স্যুরেন্স তার কর্মকান্ডের মাধ্যমে বীমা শিল্পে অভাবনীয় অবদান রাখছে।