এফআইডি’র বার্ষিক প্রতিবেদনের জন্য বীমা কোম্পানিগুলোর তথ্য চেয়েছে আইডিআরএ

নিজস্ব প্রতিবেদক: অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি)’র বার্ষিক প্রতিবেদন- ২০২১-২০২২ প্রকাশের জন্য দেশের সকল লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানির তথ্য চেয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) ।

কর্তৃপক্ষের পরিচালক মো. শাহ আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত এক চিঠিতে আগামী ১০ এপ্রিলের মধ্যে বীমা কোম্পানিগুলোর পরিচিতি, অর্জন ও সামাজিক খাতে গৃহীত কার্যক্রমসহ বিভিন্ন তথ্য নির্ধারিত ই-মেইলে পাঠাতে বলা হয়েছে।

বীমা কোম্পানিগুলোকে যেসব তথ্য পাঠাতে হবে- কোম্পানি/ করপোরেশনের পরিচিতি (৪৫ শব্দের অধিক নয়); কোম্পানি/ করপোরেশনের উল্লেখযোগ্য অর্জন (৬০ শব্দের অধিক নয়); কোম্পানি/ করপোরেশনের ভবিষ্যৎ পরিকল্পনা (৪৫ শব্দের অধিক নয়) ।

এ ছাড়াও কোম্পানির ক্রেডিট রেটিং; পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির সাধারণ বিনিয়োগকারী কর্তৃক শেয়ারহোল্ডিং (%) এবং পুঁজিবাজার থেকে উত্তোলিত অর্থ (%); গ্রামীণ বা সামাজিক খাতে কোম্পানি কর্তৃক গৃহীত কার্যক্রম (প্রবিধানমালা অনুসারে); কোম্পানি/ করপোরেশন কর্তৃক গৃহীত ইনোভেটিভ কার্যক্রম।