কক্সবাজারে অনুষ্ঠিত হচ্ছে এনআরবি ইসলামিক লাইফের প্রথম বার্ষিক সম্মেলন
নিজস্ব প্রতিবেদক: ২০২১ সালে ৬ মে বীমা ব্যবসার অনুমোদন পাওয়া এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সের প্রথম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের একটি হোটেলে আজ শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালে শুরু হয়েছে এই সম্মেলন।
এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. শাহ জামাল হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নেবেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে রয়েছেন এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান কিবরিয়া গোলাম মোহাম্মদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র সদস্য (লাইফ) কামরুল হাসান।
এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সের পরিচালকবৃন্দসহ ইন্স্যুরেন্স নিউজ বিডি'র সম্পাদক ও প্রকাশক মোস্তাফিজুর রহমান টুংকু অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন। এ ছাড়াও বীমা কোম্পানিটির সাড়ে ৩ শতাধিক উন্নয়ন কর্মী ও কর্মকর্তা এই সম্মেলনে অংশ নিয়েছেন।