জেনিথ ইসলামী লাইফের ব্যবসা সফল কর্মী যারা
নিজস্ব প্রতিবেদক: ব্যবসার লক্ষ্যমাত্রা অর্জনকারী ১৭ উন্নয়ন কর্মকর্তাকে পুরস্কৃত করেছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। আজ শনিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে বীমা কোম্পানিটির অর্ধ-বার্ষিক সম্মেলনে এই পুরস্কার হস্তান্তর করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সদস্য (লাইফ) কামরুল হাসান।
পুরস্কার প্রাপ্তদের মধ্যে রয়েছেন, মো. জিয়াউর রহমান (সংগঠন প্রধান); মো. সাইফুল ইসলাম (সংগঠন প্রধান) ও মো. আবদুল কাদের (সংগঠন প্রধান)- তাদেরকে জানুয়ারি ২০২২ মাসে সর্বোচ্চ প্রিমিয়াম অর্জনকারী হিসেবে পুরস্কৃত করা হয়েছে।
সর্বোচ্চ ১ম বর্ষ ও নবায়নে পুরস্কৃতরা হলেন- মো. আবদুল কাদের খান (এজিএম-উন্নয়ন); মো. ফরিদুল ইসলাম (এজিএম-উন্নয়ন); মোসা. রোজিনা আক্তার (এজিএম-উন্নয়ন); মো. মনির হোসেন (জিএম-উন্নয়ন); মো. আবু জাফর (জিএম-উন্নয়ন) এবং মো. হাফিজুর রহমান ইমাম (জিএম-উন্নয়ন) ।
এ ছাড়াও ২০২২ সালের আগস্ট মাসে সর্বোচ্চ প্রিমিয়াম অর্জনকারী ৩ সংগঠন প্রধানকে পুরস্কৃত করেছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। এ পুরস্কার প্রাপ্তরা হলেন- সাইফুল ইসলাম (সংগঠন প্রধান); সৈয়দ মাসকুরুল হক (সংগঠন প্রধান) এবং মো. আবদুল কাদের (সংগঠন প্রধান) ।