কক্সবাজারে পপুলার লাইফের ৩ দিনব্যাপী বার্ষিক সম্মেলন শুরু

নিজস্ব প্রতিবেদক: পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনকারী মাঠ পর্যায়ের কর্মী ও কর্মকর্তাদের নিয়ে ৩ দিনব্যাপী বার্ষিক সম্মেলন আজ বৃহস্পতিবার (২০ অক্টোবর) কক্সবাজারের হোটেল সি প্যালেসে শুরু হয়েছে।

প্রায় সাড়ে ৬ হাজার বীমা কর্মীর বর্ণাঢ্য এ সম্মেলনের মূল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী। শনিবার (২২ অক্টোবর) অনুষ্ঠিত হবে এই সম্মেলনের মূল অনুষ্ঠান।

কোম্পানিটির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব আবদুল্লাহ হারুন পাশা ও আইডিআরএ’র নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব) মো. হারুন-অর-রশিদ।

অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করবেন বীমা কোম্পানিটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী।

সম্মেলন আয়োজক কমিটি সূত্র জানিয়েছে, কক্সবাজারে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির বীমা কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে এরইমধ্যে একটি টিম প্রস্তুত রাখা হয়েছে। একইসাথে তাদের প্রয়োজনে স্বাস্থ্য সেবা দিতে একটি মেডিকেল টিমও নিয়োজিত করা হয়েছে।