কুমিল্লায় ন্যাশনাল লাইফের ১৭ কোটি টাকার বীমা দাবি পরিশোধ

সংবাদ বিজ্ঞপ্তি: কুমিল্লায় ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের গ্রাহকের বীমা দাবির ১৬ কোটি ৭২ লাখ টাকা পরিশোধ করেছে কোম্পানিটি। বুধবার (২৬ অক্টোবর) কুমিল্লার নুরজাহান হোটেলে আয়োজিত উন্নয়ন সভায় এ বীমা দাবির চেক হস্তান্তর করা হয়।

কুমিল্লা এরিয়া প্রধান খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল কাসেম, চাঁদপুর এরিয়া প্রধান মতিয়র রহমান, জনবীমা এরিয়া প্রধান মো. হেলাল আহমেদ ও ডিভিপি মো. শামীম খান। অনুষ্ঠানে কুমিল্লা এরিয়ার জোন প্রধানগণসহ ৫ শতাধিক উন্নয়ন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন বলেন, ন্যাশনাল লাইফ গ্রাহকের বীমা দাবি পরিশোধকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে করে থাকে। করোনার মধ্যেও ন্যাশনাল লাইফ গ্রাহকের বাড়ি গিয়ে বীমা দাবির চেক পৌঁছে দিয়েছে। এ জন্য ন্যাশনাল লাইফের প্রতি গ্রাহকদের আস্থা বৃদ্ধি পেয়েছে। পরে তিনি উন্নয়ন কর্মকর্তাদের ব্যবসা উন্নয়নে নানা কর্মকৌশল প্রদান করেন।