এ্যাবা গ্রুপ কর্মকর্তার মৃত্যুতে ট্রাস্ট লাইফের ৭ লাখ টাকার দাবি পরিশোধ
নিজস্ব প্রতিবেদক: এ্যাবা গ্রুপের ২ কর্মকর্তার মৃত্যুতে ৭ লাখ টাকার মৃত্যুদাবি পরিশোধ করেছে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। সোমবার (৯ জানুয়ারি) এ্যাবা গ্রুপের প্রধান কার্যালয়ে নমিনিদের নিকট এসব চেক হস্তান্তর করেন ট্রাস্ট ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দীন।
ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের গ্রুপ বীমা চুক্তির আওতায় এ্যাবা গ্রুপের প্রতিষ্ঠান এ্যাবা সোর্সিং লিমিটেডের ডিভিশনাল ম্যানেজার রুবেল দত্তের মৃত্যুদাবি বাবদ ৫ লাখ টাকা এবং অ্যাপারেল ওয়েট প্রসেসিং এর ডেলিভারি ম্যান ইসরাফিলের মৃত্যুদাবি বাবদ ২ লাখ টাকা প্রদান করা হয়।
চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এ্যাবা গ্রুপের চেয়ারম্যান সাজ্জাদুর রহমান মৃধা। বিশেষ অতিথি ছিলেন এ্যাবা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. জিল্লুর রহমান মৃধা ও অ্যাপারেল ওয়েট প্রসেসিং লিমিটেডের পরিচালক অমিত কান্তি দত্ত।
এ ছাড়াও ট্রাস্ট ইসলামী লাইফের ভাইস প্রেসিডেন্ট মাহমুদ হোসেন সহ উর্ধ্বতন কর্মকর্তারা চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এ তথ্য জানিয়েছে।