জেনিথ লাইফের সম্মেলনে ৪ লাখ টাকার মৃত্যুদাবির চেক হস্তান্তর
নিজস্ব প্রতিবেদক: ২৬ হাজার ২২০ টাকার এক কিস্তি প্রিমিয়াম দিয়ে আবদুল করিম নামে একজন গ্রাহকের মৃত্যুতে তার পরিবারকে ৩ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করেছে জেনিথ ইসলামী লাইফ।
শনিবার (১৫ জুলাই) কোম্পানিটির অর্ধ-বার্ষিক সম্মেলনে মৃত বীমা গ্রাহকের পরিবারের হাতে বীমা দাবির এই অর্থ তুলে দেয়া হয়।
একই অনুষ্ঠানে জেনিথ ইসলামী লাইফের আরেক বীমা গ্রাহক আমিনা বেগমের মৃত্যুদাবি বাবদ ১ লাখ ১৪ হাজার ৩৫০ টাকা পরিশোধ করে বীমা কোম্পানিটি।
দু’টি বীমা পলিসির বিপরীতে ৩০ হাজার ১৯৫ টাকা প্রিমিয়াম পরিশোধ করে মৃত্যুবরণ করেন গ্রাহক আমিনা বেগম।
জেনিথ ইসলামী লাইফের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফরিদুন্নাহার লাইলীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ সদস্য (লাইফ) কামরুল হাসান।
অনুষ্ঠানে কোম্পানির ভাইস চেয়ারম্যান এটিএম এনায়েত উল্লাহ; পরিচালক জামিল আনসারী; নির্বাহী কমিটির চেয়ারম্যান মানসুদ আলমসহ মুখ্য নির্বাহী এসএম নুরুজ্জামান উপস্থিত ছিলেন।