প্রগ্রেসিভ লাইফের পর্ষদ পুনর্গঠন, শীর্ষ পদে রদবদল

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে। একইসঙ্গে কোম্পানিটির শীর্ষ তিন পদে রদবদল করা হয়েছে। সোমবার (৩১ জুলাই) বীমা কোম্পানিটির পরিচালনা পর্ষদের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। নিয়ন্ত্রক সংস্থাগুলোকে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানিয়েছে বীমা কোম্পানিটি।

তথ্য অনুসারে, পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি নিযুক্ত ৫ জন নিরপেক্ষ পরিচালকসহ মোট ১৩ সদস্য নিয়ে প্রগ্রেসিভ লাইফের নতুন পর্ষদ গঠন করা হয়েছে। পর্ষদের চেয়াম্যান নির্বাচিত হয়েছেন বিএসইসি নিযুক্ত নিরপেক্ষ পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাকির হোসেন। ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কোম্পানিটির উদ্যোক্তা পরিচালক বজলুর রশিদ এমবিই।

এর আগে বীমা কোম্পানিটির পরিচালনা পর্ষদের মোট সদস্য ছিল ১০ জন। এর মধ্যে দু’জন ছিলেন নিরপেক্ষ পরিচালক। গোলাম মোস্তফা আহমেদ ছিলেন ওই পর্ষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

বেশ কিছু অনিয়মের প্রেক্ষিতে গত ১২ জুলাই প্রগ্রেসিভ লাইফের পর্ষদ পুনর্গঠনের সিদ্ধান্ত নেয় পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। একইসঙ্গে এজিএম করতে ব্যর্থ এবং পরপর দু’বছর বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেয়ায় কোম্পানিটিকে ‘এ’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করে বিএসইসি।

এদিকে পুনর্গঠিত পরিচালনা পর্ষদের জরুরি সভায় কোম্পানিটির মুখ্য নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব), প্রধান অর্থ কর্মকর্তা ও কোম্পানি সচিব পদে রদবদল করা হয়েছে। একইসঙ্গে অব্যাহতি দেয়া হয়েছে কোম্পানি সচিবকে এবং প্রধান অর্থ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

পর্ষদ সভার সিদ্ধান্ত অনুসারে, প্রগ্রেসিভ লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তার চলতি দায়িত্বে কোম্পানিটির ডিএমডি শাহজাহান আজাদীর নিয়োগ অনুমোদন দেয়া হয়েছে। গত ১৯ জুন ২০২৩ থেকে তার নিয়োগ কার্যকর ধরা হয়েছে। এর আগে কোম্পানিটির মুখ্য নির্বাহী কর্মকর্তার দায়িত্বে ছিলেন অজিত চন্দ্র আইচ।

এ ছাড়াও কোম্পানি সচিব জহির উদ্দিনের স্থলে কোম্পানিটির সিনিয়র জিএম আবদুল করিমকে কোম্পানি সচিবের ভারপ্রাপ্ত দায়িত্ব দেয়া হয়েছে। একইসঙ্গে প্রধান অর্থ কর্মকর্তা পদে মোহাম্মদ আলী হোসেনের পরিবর্তে কোম্পানিটির এজিএম আবদুল্লাহ আল মামুনকে ভারপ্রাপ্ত দায়িত্ব দেয়া হয়েছে।

এ বিষয়ে প্রগ্রেসিভ লাইফের ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা শাহজাহান আজাদী বলেন, বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)’র নির্দেশনা অনুসারে গতকাল (৩১ জুলাই) পরিচালনা পর্ষদের একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় পর্ষদ পুনর্গঠনসহ কোম্পানির শীর্ষ তিনটি পদের বিষয়েও সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।

আমরা আশা করছি, বিএসইসি নিযুক্ত ৫জন পরিচালকসহ মোট ১৩ সদস্যের এই পর্ষদ কোম্পানি পরিচালনায় প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেবেন। তাদের কার্যকর সিদ্ধান্তের মাধ্যমেই কোম্পানি আবারও ঘুরে দাঁড়াবে, বলেন প্রগ্রেসিভ লাইফের ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী শাহজাহান আজাদী।