আইডিআরএ’র ১৭২তম সভা ১৪ জুলাই

নিজস্ব প্রতিবেদক: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র ১৭২তম সভা আগামী রোববার (১৪ জুলাই) সকাল ১১.৩০টায় কর্তৃপক্ষের সভাকক্ষ-১ এ অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন সংস্থার চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী।

বুধবার (৩ জুলাই) কর্তৃপক্ষের পরিচালক (উপসচিব) এস. এম. মাসুদুল হকের স্বাক্ষরিত এক নোটিশে এটি জানানো হয়। এছাড়াও সভায় বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের সকল সদস্যগণকে উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।