বন্যাদুর্গতদের সহায়তায় পপুলার লাইফ কর্মকর্তাদের এক দিনের বেতন প্রদান
নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন জেলায় সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের সহায়তায় এক দিনের বেতনের সমপরিমাণ টাকা প্রদান করেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের কর্মকর্তা ও কর্মচারীরা।
প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে এই অর্থ প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন বীমা কোম্পানিটির উর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক আলমগীর ফিরোজ। বুধবার (২৮ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
একইসঙ্গে বন্যাদুর্গত ও ক্ষতিগ্রস্থ বানভাসী মানুষের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর লজিস্টিকস এরিয়া রিলিফ ফান্ডে ৩ লাখ টাকা প্রদান করেছে পপুলার লাইফ। এছাড়াও আর্তমানবতার সেবায় বন্যাদুর্গত ফেনী ও নোয়াখালী জেলায় ত্রাণ প্রদানের কার্যক্রম শুরু হয়েছে।