বঙ্গবন্ধু পেনশন পলিসির নাম পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রীয় মালিকানাধীন জীবন বীমা করপোরেশন (জেবিসি)’র বাজারজাতকৃত একটি বীমা পলিসির নাম পরিবর্তন করা হয়েছে। গত ৯ সেপ্টেম্বর এক অফিস আদেশে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

অফিস আদেশ বলা হয়েছে, বঙ্গবন্ধু পেনশন পলিসি (লাভসহ) (টেবিল-৬০) এর নাম পরিবর্তন করে মেয়াদী সুবিধাযুক্ত পেনশন বীমা (লাভসহ) (টেবিল-৬০) করা হয়েছে।

এতে আরো বলা হয়, যারা বঙ্গবন্ধু পেনশন পলিসি (লাভসহ) ক্রয় করেছে তাদের বীমা পলিসি মেয়াদী সুবিধাযুক্ত পেনশন বীমা (লাভসহ) হিসেবে বিবেচিত হবে।

এক্ষেত্রে বীমাপত্রে উল্লেখিত সকল শর্ত ও সুবিধাদি অপরিবর্তিত থাকবে।

একইসঙ্গে করপোরেশনের সকল রিজিওনাল অফিস বা করপোরেট অফিসকে বীমা দলিলের সিডিউলে ‘বঙ্গবন্ধু পেনশন পলিসি (লাভসহ), (টেবিল-৬০)’ এর স্থলে ‘মেয়াদী সুবিধাযুক্ত পেনশন বীমা (লাভসহ), (টেবিল-৬০)’ সীল প্রদানপূর্বক বিনা মাশুলে সংশোধন করে দিতে বলা হয়েছে আদেশে।

অফিস আদেশে স্বাক্ষর করেছেন জীবন বীমা করপোরেশনের জেনারেল ম্যানেজার-টি.এ আবু মোহাম্মদ মাঈনুদ্দিন।