৬৩১তম বোর্ড সভা
জীবন বীমা করপোরেশনের পলিসি বোনাস অনুমোদন
নিজস্ব প্রতিবেদক: বীমা গ্রাহকদের জন্য পলিসি বোনাস অনুমোদন করেছে দেশের একমাত্র রাষ্ট্রীয় লাইফ বীমা প্রতিষ্ঠান জীবন বীমা করপোরেশন। গত ৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) অনুষ্ঠিত করপোরেশনের ৬৩১তম বোর্ড সভায় বিভিন্ন হারে এই পলিসি বোনাস ঘোষণা করা হয়।
গ্রাহকের বীমা দাবিসহ ঘোষিত বোনাসের পরিমাণ হবে বছরে প্রায় ৬০০ কোটি টাকা।
এছাড়াও বোর্ড সভায় করপোরেশনের জিএম, ডিজিএম, এজিএম, ম্যানেজারসহ প্রায় ২০০ কর্মকর্তা ও কর্মচারির পদোন্নতির সুপারিশ অনুমোদন করা হয়।
ঘোষিত এই বোনাস এবং কর্মকর্তা ও কর্মচারির পদোন্নতি ব্যবসার প্রসারসহ সকল কার্যক্রমে ইতিবাচক প্রভাব সৃষ্টি করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয় বোর্ড সভায়।