ক্ষুদ্রবীমা সঠিকভাবে পরিচালনা হচ্ছে না: বোরহান উদ্দিন মজুমদার

বাংলাদেশের ক্ষুদ্রবীমার সার্বিক চিত্র তুলে ধরতে বিশেষ আয়োজন করেছে দেশের প্রথম এবং একমাত্র বীমা ভিত্তিক অনলাইন পোর্টাল ইন্স্যুরেন্স নিউজ বিডি। বিশেষ আয়োজনের এ পর্বে থাকছে ক্ষুদ্রবীমার ওপর মূখ্য নির্বাহীদের অভিমত। মার্কেন্টাইল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বোরহান উদ্দিন মজুমদার‘র এই অভিমত নিয়েছেন আবদুর রহমান। ইন্স্যুরেন্স নিউজ বিডি’র পাঠকদের জন্য অভিমতটি তুলে ধরা হলো:

মার্কেন্টাইল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা বোরহান উদ্দিন মজুমদার বলেন, ক্ষুদ্রবীমা হলো নিম্ন আয়ের মানুষদের জন্য। বাংলাদেশের প্রেক্ষিতে এটার প্রয়োজন আছে। তবে এর সুফল যেমন আছে, তেমনি কুফলও আছে। সঠিকভাবে পরিচালনা করতে না পারার কারণে অনেক কোম্পানি তাদের গ্রাহকদের লাভ দিতে পারছে না। গ্রাহকরা প্রতারিত হচ্ছে।

ক্ষুদ্রবীমার সুফল পেতে হলে, কোম্পানিগুলোকে সার্ভিস ভালো দিতে হবে। কর্মকর্তাদের সৎ হতে হবে। বীমার কিস্তি যাতে ল্যাপস না হয় তার জন্য প্রচেষ্টা থাকতে হবে। এছাড়াও গ্রাহকের টাকার উপযুক্ত ব্যবহার করে তাদেরকে লাভ দিতে হবে।

আর তা না হলে ক্ষুদ্রবীমার প্রতি মানুষের ধারণা খারাপ হবে এবং এ থেকে মুখ ফিরিয়ে নেবে। বর্তমানে আমাদের দেশে এটাই হচ্ছে। ক্ষুদ্রবীমাকে মানুষ প্রতারণা মনে করে। মানুষের ধারণ, ক্ষুদ্রবীমার কথা বলে কোম্পানিগুলো টাকা মেরে খায়।

আমাদের নতুন কোম্পানিতে ক্ষুদ্রবীমার অনুমোদন নেই। যদি অনুমোদন পাওয়া যায় তবে আমরা এ বিষয়টি নিয়ে কাজ করবো। কিছু কোম্পানি আছে যারা অ্যাকচ্যুয়ারির মাধ্যমে অনুমোদন নিয়ে ক্ষুদ্রবীমা পরিচালনা করছে। আমরা নিয়মের বাইরে গিয়ে কিছু করতে চাই না।

ক্ষুদ্রবীমার ওপর আপনার কোন পড়ালেখা বা কোন প্রশিক্ষণ অথবা কোন গবেষণা আছে কিনা এমন প্রশ্নের জবাবে বোরহান উদ্দিন মজুমদার জানান, এ বিষয়ে তার বিশেষ কোন অভিজ্ঞতা নেই। প্রয়োজন হলে পর্যায়ক্রমে তা অর্জন করা যাবে।

অন্যান্য দেশগুলোতে বিশেষ করে পার্শ্ববর্তী দেশ ভারতে ক্ষুদ্রবীমার যে বাজার তৈরি হয়েছে তার সঙ্গে বাংলাদেশের তুলনামূলক অবস্থান জানতে চাইলে তিনি বলেন, আগে নিজের দেশের অবস্থান তৈরি করত হবে। তার পরে অন্যদের সঙ্গে তুলনা করতে হবে।

প্রকাশের তারিখ- ২৩ জানুয়ারি, ২০১৬