পেশাগত দায় বীমার প্রয়োজনীয়তা এবং এর সুফল
এ কে এম এহসানুল হক:
পৃথিবীর অনেক দেশে প্রফেশনাল লায়াবিলিটি ইন্স্যুরেন্স বা পেশাগত দায় বীমা বাধ্যতামূলক করা হয়েছে। পেশাগত দায় বলতে বিভিন্ন পেশায় নিয়োজিত ব্যক্তি যেমন- ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী ইত্যাদির পেশাগত কর্তব্য বা কাজে অবহেলা প্রভৃতি কারণে সৃষ্ট দায়কে বুঝায়।
বাংলাদেশে মোটর এ্যাক্ট পলিসি এবং ওয়ার্কমেন্স কমপেনশন দায় বীমা ছাড়া অন্য কোন প্রকার বীমা আইনগতভাবে বাধ্যতামূলক করা হয়নি।
বাংলাদেশের মত অপেক্ষাকৃত ছোট বীমা বাজারে প্রয়োজনের তুলনায় অত্যাধিক বীমা কোম্পানিকে ব্যবসা করার জন্য লাইসেন্স প্রদান করা হয়েছে।
বিভিন্ন ইন্স্যুরেন্স সেমিনার/ফোরামে প্রায়ই যে অভিযোগটি উঠে আসে তা হচ্ছে, বীমা বাজারে পর্যাপ্ত প্রিমিয়ামের অভাব। এক কথায় যাকে বীমা বাজারে প্রিমিয়াম সঙ্কট বলা যেতে পারে।
এ সমস্যা থেকে বেরিয়ে আসার পথ খুঁজে বের করতে হবে। কেবল হা-হুতাশ করে কোন লাভ নাই। বীমা শিল্পের এই মন্থরতা কাটিয়ে উঠতে চাই নূতন চিন্তা ভাবনা।
পেশাগত দায় বীমা বাধ্যতামূলক করা হলে বীমা সেক্টরে অতিরিক্ত বা বাড়তি প্রিমিয়াম উৎপাদনের এক বিশাল সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
শহরে, গঞ্জে, পল্লিতেও ক্লিনিক, ডায়াগনোস্টিক সেন্টার এবং প্রাইভেট সেক্টরে প্রচুর হাসপাতাল স্বাস্থ্য সেবা প্রদান করছে। এই বীমা বাধ্যতামূলক করা হলে নূতন লাইসেন্স আবেদনকারী সংস্থা এবং বর্তমান লাইসেন্স নবায়ন করার সময় এই সমস্ত স্বাস্থ্যসেবা প্রদানকারী সংস্থাসমূহ এই বীমা ক্রয় করতে বাধ্য হবে।
অনুরূপভাবে ল’ফার্ম, ইঞ্জিনিয়ারিং ফার্ম ইত্যাদির বেলায়ও এ বীমা বাধ্যতামূলক করা যেতে পারে।
এই ব্যবস্থায় সংশ্লিষ্ট সকলের জন্য রয়েছে সুফল, যেমন বীমা কোম্পানির কোষাগারে বাড়তি প্রিমিয়াম সংযোজন, সরকারের বাড়তি রাজস্ব আয়ের পথ অর্জন এবং সর্বোপরি সেবা গ্রাহকদের স্বার্থ সংরক্ষণ।
এ প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব। এর জন্য চাই কর্তৃপক্ষের বলিষ্ঠ সিদ্ধান্ত এবং সাহসী উদ্দ্যেগ বা পদক্ষেপ গ্রহণ করা।
লেখক: এ কে এম এহসানুল হক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিসহ মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন। প্রায় চার দশক দুবাইয়ে অবস্থানকালে তিনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিভিন্ন বীমা কোম্পানিতে চাকরি করেছেন।
এ সময় তিনি লন্ডন থেকে ফেলো অফ দি চাটার্ড ইন্স্যুরেন্স ইন্সটিটিউট (এফসিআইআই), এসোসিয়েটস অফ দি ইন্সটিটিউট অফ রিস্ক ম্যানেজমেন্ট (এআইআরএম) এবং এসোসিয়েট অফ দি চাটার্ড ইন্সটিটিউট অফ আরবিট্রেটরস (এসিআইআরবি) ডিগ্রি অর্জন করেন।
ইন্স্যুরেন্সের ওপর এ পর্যন্ত লেখকের অনেকগুলো বই প্রকাশিত হয়েছে, যা দেশে এবং বিদেশে সমাদৃত। পেশায় লেখক একজন চাটার্ড ইন্স্যুরার। বর্তমানে তিনি সরকারী ও বেসরকারী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় নিয়োজিত।
ইন্স্যুরেন্সনিউজবিডি'র পাঠকদের প্রয়োজনের দিকে লক্ষ্য রেখে বীমার গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে লিখেছেন এ কে এম এহসানুল হক।