কর্মচারী ক্ষতিপূরণ বীমা কেন প্রয়োজন

এ কে এম এহসানুল হক, এফসিআইআই: কর্মচারী ক্ষতিপূরণ বীমা (Workers Compensation Insurance) বর্তমান বিশ্বে খুবই প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ একটি বীমা।

বিশ্বের অনেক দেশে Labor Law বা Labor Ordinance এর মাধ্যমে এই বীমা বাধ্যতামূলক করা হয়েছে।

কল-কারখানা বা ব্যবসা প্রতিষ্ঠানে নিয়োজিত সাধারণত নিম্ন বেতনভুক্ত কর্মচারী বিশেষ করে শ্রমিকদের জন্য এই বীমা অধিক প্রযোজ্য।

বিশেষ করে মিল-ফ্যাক্টরীতে কর্মরত অবস্থায় শ্রমিক বা কর্মচারীদের বিভিন্ন প্রকার ঝুঁকি বা দুর্ঘটনার (Industrial Risk) সম্মুখীন হতে হয়।

দৃষ্টান্তস্বরূপ:

১) হঠাৎ বা আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়া (Industrial Sickness) ।

২) মেশিনে চাপা পড়া বা দুর্ঘটনায় (Industrial Accident) হাত-পা কাঁটা ইত্যাদি।

৩) দুর্ঘটনার কারণে মৃত্যু (Accidental Death) ইত্যাদি।

এই বীমার মাধ্যমে শারীরিক অসুস্থতা বা দুর্ঘটনার কারণে ক্ষতিগ্রস্থ শ্রমিক-কর্মচারীকে আর্থিকভাবে ক্ষতিপূরণ প্রদান করা হয়।

এই বীমা ক্রয় এবং প্রতিবছর নবায়ন (Renew) করার দায়িত্ব মালিকপক্ষের।