ইন্স্যুরেন্স স্ট্যাটিস্টিক্যাল ব্যুরো বা সেন্টারের প্রয়োজনীয়তা
এ কে এম এহসানুল হক:
বর্তমানে বাংলাদেশ বীমা শিল্প সঠিক এবং নির্ভরযোগ্য পরিসংখ্যানের ক্ষেত্রে এক চরম সংকটে ভুগছে। এ অবস্থার আমূল পরিবর্তন হওয়া প্রয়োজন। দুঃখজনক হলেও এ কথা সত্য যে বর্তমান পরিস্থিতিতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা এক প্রকার দুঃষ্কর ব্যাপার।
তবে এ কথা বললে হয়তো ভুল হবে যে, বীমা সংশ্লিষ্ট তথ্যাবলীর কোন অস্তিত্ব নেই। এ সমস্ত তথ্য যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। এর সংগ্রহ, সংকলন এবং সংরক্ষণ করা প্রয়োজনীয় হয়ে পড়েছে। ইন্স্যুরেন্স স্ট্যাটিস্টিক্যাল ব্যুরো বা সেন্টার গঠনের মাধ্যমে এ সমস্যার সমাধান করা সম্ভব।
নিম্নে বর্ণিত কতিপয় দৃষ্টান্ত দ্বারা ব্যাপারটি পরিষ্কার করা যেতে পারে। যেমন, বীমা শিল্পে;
১. সর্বমোট সংখ্যক কর্মচারী স্থায়ীভাবে চাকরিতে নিয়োজিত যা সাধারণ বীমা এবং জীবন বীমায় বিভক্ত করা যেতে পারে।
২. সর্বমোট সংখ্যক কর্মচারী যারা পেশাগত শিক্ষায় শিক্ষিত যেমন, (ক) এসিআইআই, (খ) এফসিআইআই এবং অন্যান্য বীমা ডিপ্লোমাধারী।
৩. সর্বমোট সংখ্যক কোর্ট কেস যা আজ অব্দি কোর্ট কর্তৃক মীমাংসিত হয়েছে তার পূর্ণ বিবরণ।
৪. সর্বমোট সংখ্যক কোর্ট কেস যা বর্তমানে বিভিন্ন কোর্টের সিদ্ধান্তের অপেক্ষায় আছে তার পূর্ণ বিবরণ।
৫. সর্বমোট সংখ্যক বিবাদ যা আরবিট্রেশন ট্রাইবুনালের মাধ্যমে মীমাংসিত হয়েছে তার পূর্ণ বিবরণ।
৬. সর্বমোট সংখ্যক বিবাদ যা আরবিট্রেসন ট্রাইবুনালের বর্তমানে সিদ্ধান্তের অপেক্ষায় আছে তার পূর্ণ বিবরণ।
উপরে বর্ণিত এবং প্রয়োজনীয় যাবতীয় তথ্যাবলী বীমা শিল্প, বিভিন্ন সরকারী এবং বেসরকারী প্রতিষ্ঠানের প্রয়োজনে ব্যবহৃত হতে পারে এবং কেস স্টাডি হিসেবে সহায়ক হতে পারে। বর্তমানে বিভিন্ন প্রয়োজনীয় তথ্য এক স্থান বা উৎস থেকে সংগ্রহ করা এক প্রকার অসম্ভব ব্যাপার।
বীমা কর্তৃপক্ষের প্রাথমিক এবং অন্যতম করণীয় কাজ বা দায়িত্ব হচ্ছে এ ব্যাপারে সক্রিয় উদ্যোগ গ্রহণ করা এবং অবিলম্বে বর্তমান নৈরাজ্যজনক পরিস্থিতির অবসান ঘটানো বা ইতি টানা। এ ব্যাপারে বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি বীমা কর্তৃপক্ষকে সাহায্য ও সহযোগিতা করতে পারে।
লেখক: এ কে এম এহসানুল হক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিসহ মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন। প্রায় চার দশক দুবাইয়ে অবস্থানকালে তিনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিভিন্ন বীমা কোম্পানিতে চাকরি করেছেন।
এ সময় তিনি লন্ডন থেকে ফেলো অফ দি চাটার্ড ইন্স্যুরেন্স ইন্সটিটিউট (এফসিআইআই), এসোসিয়েটস অফ দি ইন্সটিটিউট অফ রিস্ক ম্যানেজমেন্ট (এআইআরএম) এবং এসোসিয়েট অফ দি চাটার্ড ইন্সটিটিউট অফ আরবিট্রেটরস (এসিআইআরবি) ডিগ্রি অর্জন করেন।
ইন্স্যুরেন্সের ওপর এ পর্যন্ত লেখকের অনেকগুলো বই প্রকাশিত হয়েছে, যা দেশে এবং বিদেশে সমাদৃত। পেশায় লেখক একজন চাটার্ড ইন্স্যুরার। বর্তমানে তিনি সরকারী ও বেসরকারী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় নিয়োজিত।
ইন্স্যুরেন্সনিউজবিডি'র পাঠকদের প্রয়োজনের দিকে লক্ষ্য রেখে বীমার গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে লিখেছেন এ কে এম এহসানুল হক।