সামগ্রিক ক্ষতি (TOTAL LOSS) –সহজ সংজ্ঞা ও ব্যাখ্যা
এ কে এম এহসানুল হক, এফসিআইআই: সামগ্রিক ক্ষতি (TOTAL LOSS) শব্দটি সাধারণত মোটর গাড়ি বীমা বা নৌ বীমার বেলায় ব্যবহৃত হয়। সহজ ভাষায় এ শব্দটির অর্থ হচ্ছে সম্পূর্ণ ক্ষতি/ ধ্বংস বা সামগ্রিক ক্ষতি।
বিভিন্ন কারণে এই অবাঞ্ছিত পরিস্থিতির সৃষ্টি হতে পারে। যেমন-
ক) মোটর গাড়ি বীমার ক্ষেত্রে;
১। মোটর গাড়ি উল্টে যাওয়ার কারণে।
২। দুই মোটর গাড়ির মধ্যে সংঘর্ষজনিত কারণে।
৩। মোটর গাড়ির ইঞ্জিনে অগ্নি সংগঠিত হওয়ার কারণে ইত্যাদি।
খ) নৌ বীমার ক্ষেত্রে;
১। জাহাজ ডুবে যাওয়ার কারণে।
২। জাহাজের ইঞ্জিন রুমে অগ্নি সংগঠিত হওয়ার কারণে।
৩। জাহাজের বয়লার রুমে বিস্ফোরণজনিত কারণে।
৪। জাহাজ উল্টে যাওয়ার কারণে।
৫। দুই জাহাজের মধ্যে সংঘর্ষজনিত কারণে।
৬। জাহাজ চরে বা অল্প পানিতে আটকে যাওয়ার কারণে ইত্যাদি।
সম্পূর্ণ ক্ষতি/ ধ্বংস বা সামগ্রিক ক্ষতি দুই প্রকারের হয়ে থাকে। যেমন-
১। সম্পূর্ণ ক্ষতি/ ধ্বংস (Total loss) এবং
২। গঠনগত সামগ্রিক ক্ষতি (Constructive Total Loss) ।
সম্পূর্ণ ক্ষতি/ ধ্বংস (Total loss) বলতে বুঝায়- বীমাকৃত মোটর গাড়ি বা জাহাজ ব্যবহার বা মেরামতের অযোগ্য বিবেচিত হওয়া।
গঠনগত সামগ্রিক ক্ষতি (Constructive Total Loss)’র বেলায় সাধারণত সংশ্লিষ্ট বিষয়বস্তুর সম্পূর্ণ ধ্বংস বা ক্ষতি সাধিত হয় না। কিন্তু বিভিন্ন কারণে বিশেষ করে বাণিজ্যিক দৃষ্টিকোন থেকে বিষয়বস্তুর সামগ্রিক ক্ষতি সাধন হয়েছে বলে বিবেচনা করা হয়।
নিম্নে বর্ণিত কারণে এই অবস্থার সৃষ্টি হতে পারে। যেমন-
১। ক্ষতিগ্রস্ত জাহাজ বা বিষয়বস্তু মেরামতের অযোগ্য বিবেচিত হলে।
২। ক্ষতিগ্রস্ত জাহাজ বা বিষয়বস্তুর সামগ্রিক ক্ষতি পরিহার করতে গিয়ে উদ্ধারকৃত খরচ বীমাকৃত মূল্য থেকে অধিক প্রতীয়মান হলে।