ঝুঁকি (RISK)’র সংজ্ঞা ও প্রকারভেদ

এ কে এম এহসানুল হক, এফসিআইআই: ব্যবসাই হোক অথবা ব্যক্তিগত জীবনেই হোক, ঝুঁকি (RISK) সর্বত্রই বিরাজমান। অর্থাৎ জীবনের পদে পদে ঝুঁকি। আমরা চাই বা না চাই ঝুঁকি সারাক্ষণ আমাদের ছায়ার মতো অনুসরণ করছে। ঝুঁকির অস্তিত্ব অনস্বীকার্য। সুষ্ঠ এবং দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে ঝুঁকির মোকাবেলা করা সম্ভব।

ঝুঁকির সংজ্ঞা:

ঝুঁকির আভিধানিক সংজ্ঞা হচ্ছে সম্ভাব্য বিপদের সম্মুখীন হওয়া।

ঝুঁকির প্রকারভেদ:

ঝুঁকি বিভিন্ন প্রকারের হয়ে থাকে। যেমন-

১। নিখাদ ঝুঁকি (Pure Risk)

২। নির্দিষ্ট ঝুঁকি (Particular Risk)

৩। মৌলিক ঝুঁকি (Fundamental Risk) এবং

৪। ব্যবসায়িক ঝুঁকি (Speculative Risk)

নিখাদ ঝুঁকি (Pure Risk):

নিখাদ ঝুঁকি বলতে সেই সকল ঝুঁকিকে বুঝায় যার কারণে ক্ষতির সম্ভাবনা থাকতে পারে বা নাও থাকতে পারে অর্থাৎ উভয়েরই সম্ভাবনা থাকে।

নির্দিষ্ট ঝুঁকি (Particular Risk):

নির্দিষ্ট ঝুঁকি বলতে সাধারণত সেই সকল ঝুঁকিকে বুঝায় যেখানে ঝুঁকির দ্বারা সৃষ্ট ক্ষতির পরিমাণ সীমিত, যা কেবল ব্যক্তি বিশেষ বা ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ।

মৌলিক ঝুঁকি (Fundamental Risk):

মৌলিক ঝুঁকি বলতে সেই সকল ঝুঁকিকে বুঝায় যা ব্যক্তির দ্বারা সংঘটিত হয় না বা যার উপর মানুষের কোন নিয়ন্ত্রণ বা হাত নাই। এই সকল ঝুঁকি সংঘটিত হওয়ার কারণে সমাজ সামগ্রিকভাবে ক্ষতিগ্রস্থ হতে পারে। যেমন- প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি।

ব্যবসায়িক ঝুঁকি (Speculative Risk):

ব্যবসায়িক ঝুঁকি বলতে সেই সকল ঝুঁকিকে বুঝায় যার কারণে লাভ এবং লোকসান উভয়েরই সম্ভাবনা থাকে। যেমন- শেয়ার বাজারে লেনদেন করা ইত্যাদি।

লেখক: জেনারেল সেক্রেটারি, বাংলাদেশ ইন্স্যুরেন্স প্রফেশনালস সোসাইটি (বিআইপিএস) ।