পুনর্বীমা (Reinsurance) পরিচিতি

এ কে এম এহসানুল হক, এফসিআইআই: সহজ ভাষায় বীমার পুনরায় বীমা করাকে বলা হয় পুনর্বীমা (Reinsurance)এই পদ্ধতিতে প্রাথমিক বীমা কোম্পানি ঝুঁকি গ্রাহণের পর অন্য বীমা কোম্পানি বা পুনর্বীমা কোম্পানিকে ঝুঁকির একটি অংশ প্রদান করে থাকে।

ধারণ ক্ষমতা (Retention)

ধারণ ক্ষমতা বলতে বুঝায় প্রাথমিক বীমা কোম্পানি নিজেদের জন্য ঝুঁকির কতটা অংশ গ্রহণ করতে আগ্রহী বা সমর্থ যা ‘লাইন’ নামে পরিচিত।

পুনর্বীমা বাজার (Reinsurance market)

যেখানে পুনর্বীমা ব্যবসা লেনদেন হয়ে থাকে তাকেই বলা হয় পুনর্বীমা বাজার।

পুনর্বীমা দালাল (Reinsurance Broker)

পুনর্বীমা দালাল বলতে সেই সমস্ত নিবন্ধনকৃত প্রতিষ্ঠানকে বুঝায় যারা প্রাথমিক বীমা কোম্পানি এবং পুনর্বীমা কোম্পানির মধ্যে ব্যবসা লেনদেন করে থাকে। এই সমস্ত দালালরা সাধারণত তাদের কাজের জন্য প্রাথমিক বীমা কোম্পানির নিকট থেকে দস্তরি গ্রহণ করে থাকে।

পুনর্বীমা দস্তরি (Reinsurance Commission)

পুনর্বীমা কোম্পানি কর্তৃক প্রাথমিক বীমা কোম্পানিকে দেয় পারিতোষিককে পুনর্বীমা দস্তরি বলা হয়।

মোটমাট ধারণ (Gross Retention)

মোটমাট ধারণ বলতে প্রাথমিক বীমা কোম্পানি এবং পুনর্বীমা কোম্পানির (আনুপাতিক অংশ পুনর্বীমা) সম্মিলিতভাবে বহনকৃত ঝুঁকির পরিমাণকে বুঝায়।

প্রকৃত ধারণ (Net Retention)

প্রকৃত ধারণ বলতে কেবলমাত্র প্রাথমিক বীমা কোম্পানির এককভাবে বহনকৃত ঝুঁকির পরিমাণকে বুঝায়।

পুনর্বীমা চুক্তির মেয়াদ (Period of Reinsurance Treaty)

পুনর্বীমা চুক্তির মেয়াদ সাধারণত ১২ মাস হয়ে থাকে, যা মেয়াদ শেষে নবায়ন করা যায়।

পুনর্বীমার উপকারিতা (Benefits of Reinsurance)     

১। পুনর্বীমার মাধ্যমে এক দেশ থেকে অন্য দেশে ঝুঁকি বিস্তার বা হস্তান্তর করা সম্ভব।

২। পুনর্বীমা বাজারকে স্থিতিশীল রাখতে সাহায্য করে (Benefit of Greater Stability)

৩। পুনর্বীমা অবলিখনের সামর্থ বৃদ্ধি করে (Capacity Boosting)

পুনর্বীমার প্রকারভেদ (Various Types of Reinsurance)

দুই ধরণের পুনর্বীমা রয়েছে।

১। ঝুঁকি নির্দিষ্ট বা অস্থায়ী পুনর্বীমা (Facultative Reinsurance)

ঝুঁকি নির্দিষ্ট বা অস্থায়ী পুনর্বীমায় প্রাথমিক বীমা কোম্পানি এক বা একাধিক বীমা কোম্পানি বা পুনর্বীমা কোম্পানিকে ঝুঁকির একটি অংশ গ্রহণের প্রস্তাব প্রদান করে থাকে। এই প্রকার পুনর্বীমা চুক্তিপত্রের আওতার মধ্যে পড়ে না। এই কারণে পুনর্বীমা কোম্পানি প্রাথমিক বীমা কোম্পানির প্রাস্তাব গ্রহণ করতে বাধ্য নয়। এ ব্যাপারে সম্মতি বা অসম্মতি প্রদান পুনর্বীমা কোম্পানির ইচ্ছার উপর নির্ভর করে। এ ব্যাপারে পুনর্বীমা কোম্পানির কোন বাধ্য বাধকতা নাই।

২। পুনর্বীমা চুক্তি (Reinsurance Treaty)

পুনর্বীমা চুক্তি সাধারণত এক বছর মেয়াদী হয়ে থাকে। এ কারণে পুনর্বীমার মেয়াদ উত্তীর্ণের সময় এর নবায়ন করতে হয়। এটি একটি স্থায়ী ব্যবস্থা, যার মাধ্যমে প্রাথমিক বীমা কোম্পানি ঝুঁকি গ্রহণের সাথে সাথে বা তাৎক্ষণিকভাবে ঝুঁকির একটি নির্দিষ্ট অংশ পুনর্বীমা কোম্পানিকে হস্তান্তর করে থাকে। এই ব্যবস্থায় প্রাথমিক বীমা কোম্পানি পুনর্বীমা কোম্পানিকে সাধারণত তিন মাস অন্তর অন্তর প্রিমিয়াম সংক্রান্ত লিখিত বিবৃতি (Bordeaux) এবং দাবি সংক্রান্ত লিকিত বিবৃতি প্রদান করে থাকে।